'ভারতের সংবিধান-গণতন্ত্র বিপন্ন', কেন্দ্রকে বিঁধে সংবিধান দিবসে তোপ মুখ্যমন্ত্রীর

Published : Nov 26, 2025, 01:54 PM IST

Mamata Banerjee On Constitution Day: সংবিধান দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ রাজ্যের সর্বোচ্চ নেত্রীর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
সংবিধান দিবসে মুখ্যমন্ত্রীর উদ্বেগ

সংবিধান দিবসে ‘সংবিধান' নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন-''কেন্দ্রের বিজেপি সরকারের আমলে দেশে গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্র ঝুঁকির মুখে। বিপন্ন হচ্ছে ভারতের ধর্মনিরপেক্ষতা।'' আর এই সঙ্কটময় পরিস্থিতিতে দেশের সংবিধানই উপযুক্ত রাস্তা দেখাতে পারে বলে মত প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

25
মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র সরকার

বুধবার সংবিধান দিবস পালনের অনুষ্ঠান থেকে কেন্দ্রকে বিঁধে সংবিধান বিপন্ন ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’এই মুহূর্তে গণতন্ত্র বিপন্ন। ধর্মনিরপেক্ষতা বিপন্ন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় বুলডোজার চলছে।” তিনি আরও জানিয়েছেন, ” যখন ফেডারেলিজমকে ধ্বংস করা হচ্ছে, এই সংকটময় সময়ে, আমাদের সংবিধান যে মূল্যবান নির্দেশনা প্রদান করে তা রক্ষা করতে হবে।'' 

35
ভারতের সংবিধান দিবস

ভারতের প্রথম সংবিধান ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গৃহীত হয়েছিল। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এটি কার্যকর হয় দেশজুড়ে। এই দিনটি সংবিধান দিবস বা জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয়। বিআর আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন। ভারতবর্ষ বহু ভাষা, জাতি, ধর্মের দেশ। এই এদেশের নাগরিকদের সকলের সমান অধিকার। ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। সার্বভৌমত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে অক্ষুন্ন থাকে, সেই কথাও সংবিধানে বলা হয়েছে। সর্বধর্ম সম্বন্বয়ের কথাও বলা রয়েছে ভারতীয় সংবিধানে। 

45
মুখ্যমন্ত্রীর বার্তা

সংবিধান দিবসে কেন্দ্রকে বিঁধে এক্স হ্যান্ডেলে একটি বার্তা পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন-

55
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রয়েছে মানুষের সাংবিধানিক অধিকার

ভারতীয় ঐতিহ্যে জন্ম থেকে জীবনের শেষ পর্যায় পর্যন্ত মোট ১৬টি সংস্কার মানা হয়। মজার বিষয় হলো, আমাদের সংবিধানও ঠিক এই ১৬টি পর্যায়ে প্রাপ্ত অধিকার রক্ষা করে। অর্থাৎ, গর্ভে আসার মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত, সংবিধান প্রতিটি পদক্ষেপে মানুষের মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনতার যত্ন নেয়। ২৬ নভেম্বর সংবিধান দিবস ২০২৫ উপলক্ষে জানুন, মানব জীবনের এই ১৬টি সংস্কার কীভাবে সংবিধানের ১৬টি অধিকারের সঙ্গে যুক্ত।

Read more Photos on
click me!

Recommended Stories