Maldah Shootout News: মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ফের শ্যুটআউটের ঘটনা জেলায়। শ্যুটআউট করে খুনের অভিযোগ উঠেছে এক পাঁপড় বিক্রেতাকে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কী কারণে এই খুন ? জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Maldah Shootout News: কয়েক ঘন্টার ব্যাবধানে মালদহে ফের চলল গুলি। এবার খুন পাঁপড় বিক্রেতা। জলসার একটি অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিয়াচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় গুলি লাগে। মৃত পাঁপড় বিক্রেতার নাম আজহার আলি। বয়স ৫৫ বছর। বাড়ি কালিয়াচক থানার ফতেখানি।
কী কারণে মালদহে ফের শ্যুটআউটের ঘটনা?
প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, মঙ্গলবার ওই পাঁপড় বিক্রেতা একটি মেলার জলসা থেকে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিল। সেই সময় ফেরার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে। সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাঁকে পিছন থেকে গুলি মারে দুষ্কৃতীরা বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিতে, মঙ্গলবার মালদহে খুন হন এক তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে খবর, মালদায় ফের খুন তৃণমূল কর্মী। সোমবার থেকে নিখোঁজ থাকার মঙ্গলবার আমবাগান থেকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মৃত তৃণমূল কর্মীর নাম ওবায়দুল্লা খান। পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন।
নিহত ওই তৃণমূল কর্মীর বাড়ি মালদহের কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। পরিবারের দাবি, সোমবার বিকেল চারটে নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে রাতেই একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। মঙ্গলবার সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আম বাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে, ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন? কে বা কারা করেছে তা এখনও স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


