India On UN: আন্তর্জাতিক মঞ্চেও মুখ রইল না পাকিস্তানের। নিজের দেশে বোমা ফেলা ইস্যুতে জাতিসঙ্গের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানকে চেপে ধরল ভারত। তারপর কী হলো? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
India On UN: জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। ভারতীয় প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী ইসলামাবাদের বিরুদ্ধে নিজেদেরই দেশের মানুষের উপর বোমা হামলা চালানোর অভিযোগ এনেছেন। একইসঙ্গে পাকিস্তানকে এই আন্তর্জাতিক মঞ্চকে ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর জন্য অপব্যবহার করার জন্য তীব্র নিন্দা করেন তিনি। ত্যাগী বলেন, ‘’পাকিস্তান একদিকে যেমন নিজেদের দেশের মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে, তেমনই অন্যদিকে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।''
জাতিসঙ্ঘের মঞ্চে পাকিস্তানকে তোপ ভারতের:-
জাতিসংঘের মানবাধিকার পরিষদের (UNHRC) অধিবেশনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনা সমস্ত অভিযোগ 'ভিত্তিহীন ও উস্কানিমূলক' বলে উড়িয়ে দিয়েছে ভারত। ২০১২ ব্যাচের ভারতের বিদেশ মন্ত্রকের আইএফএস অফিসার হলেন ক্ষিতিজ ত্যাগী। তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদে বক্তব্য রাখার সময় পাকিস্তানের এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ‘’পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে বিশ্বের নজর ঘোরাতে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনছে।'' শুধু তাই নয়, ভারতের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে আরও কোণঠাসা করেছে বলেই দাবি করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার পরিষদে (UNHRC) ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য পাকিস্তানকে কঠোর ভাষায় আক্রমণ করেছে ভারত। ভারতীয় প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগী বলেন, “যে প্রতিনিধিদলটি এই পদ্ধতির সম্পূর্ণ বিপরীত, তারা এখনও ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক মন্তব্য করে এই মঞ্চের অপব্যবহার করছে।”
ত্যাগীর কথায়, ‘’পাকিস্তান যেন অন্যের ভূখণ্ডের দিকে নজর না দিয়ে বরং নিজেদের অবৈধ দখলে থাকা ভারতের ভূখণ্ড খালি করে। পাকিস্তানের উচিত নিজেদের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করা, সামরিক শাসনের মুখে থাকা রাজনৈতিক ব্যবস্থাকে মুক্ত করা এবং নিজেদের মানবাধিকারকে উন্নত করা। যা তাদের নিজেদের জনগণের উপর নিপীড়ন এবং নির্যাতনের কারণে কলঙ্কিত।''
উল্লেখ্য, ত্যাগীর এই মন্তব্যের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে পাকিস্তান যেন জঙ্গি রফতানি করা। জাতিসংঘ কর্তৃক নিষিদ্ধ সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া। এবং নিজেদের জনগণের উপর বোমা হামলা চালানোর মতো কাজ থেকে বিরত থাকে। এবং নিজেদের দেশের সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেয়। সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার কোণঠাসা হল পাকিস্তান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


