Mamata Banerjee On Kashmir, ভূস্বর্গে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত বাংলার তিন বাসিন্দা, কীভাবে ফেরানো হবে দেহ? জানিয়ে দিলেন মমতা

Published : Apr 23, 2025, 12:22 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata Banerjee on Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় বাংলার তিনজন বাসিন্দার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। এই মর্মান্তিক ঘটনায় বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন।

Mamata Banerjee on Pahalgam Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় বাংলার তিনজন বাসিন্দার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজ্য। এই মর্মান্তিক ঘটনার পর বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক টুইট বার্তায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন, ''কাশ্মীরের এই অত্যন্ত দুঃখজনক হিংসাত্মক ঘটনায় আমাদের রাজ্যের ৩ জন প্রাণ হারিয়েছেন। তাঁরা পরিবার নিয়ে ছুটি কাটাতে কাশ্মীর গিয়েছিলেন। পর্যটনের আনন্দ নিমেষেই বদলে যায় মৃত্যু ও আতঙ্কের করুণ কাহিনীতে। দিল্লি বিমানবন্দরে রাজ্যের প্রশাসনিক টিম সব রকম সহযোগিতা করছেন নিহতদের পরিবারের সদস্যদের জন্য।''

তিনি আরও লেখেন, ''আজ সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে দেহ কলকাতায় পৌঁছনোর কথা। দিল্লিতে আমাদের রেসিডেন্ট কমিশনারের দফতর নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।'' তিনি আরও বলেন, ''আমি নিজে পুরো বিষয়টি তদারকি করছি এবং আমাদের সিনিয়র অফিসাররাও সক্রিয়ভাবে কাজ করছেন। এটা আমাদের সকলের জন্য এক মর্মান্তিক মুহুর্ত। নিহতদের পরিবারের জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। আমার হৃদয় তাঁদের সঙ্গে, আমরা তাঁদের পাশে আছি।''

 

প্রসঙ্গত, কাশ্মীরে পরিবার নিয়ে ঘুরতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বাংলার তিনজন বাসিন্দা। মৃতরা হলেন, বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ। পরিবার নিয়ে দিন কয়েক আগেই কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ফিরছে সমীরের নিথর দেহ। একই অবস্থা হয়েছে কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর। মঙ্গলবার দুপুরেও স্ত্রী সোহিনী এবং সন্তানকে নিয়ে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরছিলেন তারা। কিন্তু মুহুর্তের মধ্যে স্ত্রী-সন্তানের সামনেই জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে প্রাণ হারান বিতান। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। অন্যদিকে গরমের ছুটি কাটাতে গিয়ে পহেলগাঁওয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা তথা গোয়েন্দা অফিসার মণীশরঞ্জন মিশ্র। বউ-সন্তানের সামনে তাঁরও একই পরিণতি হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা