''চাকরি আমি খাব না, যোগ্য শিক্ষকদের সমর্থনে আইনি লড়াই চলবে'', বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

Published : Apr 07, 2025, 12:46 PM ISTUpdated : Apr 07, 2025, 12:56 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Mamata Banerjee News: যোগ্য বনাম অযোগ্যদের লড়াইয়ে উত্তপ্ত শহর। নেতাজি ইন্ডোরে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সদ্য চাকরিহারাদের বৈঠক। দাবি একটাই ফিরিয়ে দেওয়া হোক হকের চাকরি। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Mamata Banerjee News: যোগ্য বনাম অযোগ্যদের লড়াইয়ে উত্তপ্ত শহর। নেতাজি ইন্ডোরে চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সদ্য চাকরিহারাদের বৈঠক। দাবি একটাই ফিরিয়ে দেওয়া হোক হকের চাকরি। এদিন নেতাজি ইন্ডোরে চাকরি হারা শিক্ষক-শিক্ষিকাদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘’যোগ্য শিক্ষকদের সমর্থনে আইনি লড়াই চলবে। আপনারা স্কুলে যান, পড়ান। অভিষেক সিংভি, কপিল সিব্বল, কল্যান বন্দ্যাপাধ্যায়কে বলছি আইনি লড়াই করতে। 'কাজ করতে গেলে একটা-দুটো ভুল হয়, ২০২২ থেকে নোংরামির খেলা শুরু হয়েছে। বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা হোক। শিক্ষা ব্যবস্থাকে ভাঙার চক্রান্ত। রায়ের পিছনে খেলা কার? কে খেলছে?।''

তিনি আরও বলেন, ''যাত্রাপালার মাধ্যমে ভুল বোঝানো হয়েছে। জেনেশুনে কারও চাকরি খাইনি। চাকরিহারাদের শোকে আমরাও পাথর।  তাঁদের সম্মান ফেরানোর দায়িত্ব অস্বীকার করতে পারি না।'' মমতা আরও বলেন, ''চাকরি কাড়ার যাদের ক্ষমতা আছে তাদের ধিক্কার। কোনটা মুখ, কোনটা মুখোশ বুঝতে হবে। সুপ্রিম কোর্ট জানাতে পারেনি কারা যোগ্য। আমাকে জেলে পুড়ে দিলেও আমি বলবই।''  

এদিকে যোগ্য-অযোগ্য' বিবাদে বৈঠকের আগেই শুরু হয় অশান্তি পরিস্থিতি। কে যোগ্য, কে অযোগ্য? মমতার বৈঠকে প্রবেশ নিয়ে সংঘাত চাকরিহারাদের মধ্যেই বেধে যায়। সোমবার বৈঠকের আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জড়ো হন ‘চিহ্নিত অযোগ্যরা’। আর তাতেই ক্ষোভ চড়ে ‘যোগ্য’ চাকরিহারাদের মধ্যে। তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। যাদের কাছে পাস আছে তাদের দাবি, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না। এ ছাড়া, অপর পক্ষ রাতভর নেতাজি ইন্ডোরের সামনেই জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ কোথা থেকে এল, তার বৈধতা কী, তা নিয়েই প্রশ্ন তোলেন তাঁরা।

বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গার্ডওয়াল দিয়ে নেতাজি ইন্ডোরের প্রবেশপথ ঘিরে দেওয়া হয়। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেই নেতাজি ইন্ডোরে পৌঁছন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ বাহিনী। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরি হারাদের এই বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা! কোন দিকে যায় সুপ্রিম রায়ে সদ্য চাকরি হারা বাংলার হাজার, হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ।

বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি মাইকিং করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। গার্ডওয়াল দিয়ে নেতাজি ইন্ডোরের প্রবেশপথ ঘিরে দেওয়া হয়। চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যেই নেতাজি ইন্ডোরে পৌঁছলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ বাহিনী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে