Jobless Teachers News: সুপ্রিম নির্দেশে চলে গিয়েছে চাকরি। ২০১৬-র সম্পূর্ণ প্যানেলে চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবারের রাত খোলা আকাশের নীচে শহিদ মিনার চত্বরেই কাটাল
Jobless Teachers News: সুপ্রিম নির্দেশে চলে গিয়েছে চাকরি। ২০১৬-র সম্পূর্ণ প্যানেলে চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আজ নেতাজি ইন্ডোরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রবিবারের রাত খোলা আকাশের নীচে শহিদ মিনার চত্বরেই কাটালেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনেকেই। বৈঠকে যোগ দেওয়ার আগে দিয়ে রেখেছেন একাধিক হুঁশিয়ারিও।
রাজ্য সরকারের উদ্দেশে যোগ্য চাকরি হারাদের বার্তা, তাঁরা আর কোনও রকম প্রলোভন প্ররোচনায় পা দেবেন না। কেউ অন্য কোনও চাকরি, টাকার প্রস্তাব দিলে তাতে তাঁরা ভুলবেন না। নিজেদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন তাই দ্বিতীয়ববার আর চাকরির পরীক্ষায় তারা বসবেন না। তাঁরা এটাও জানিয়েছেন যে, ভাতা, অন্য অফিসে চাকরির প্রস্তাব কোনও কিছুই তারা মানবেন না। যোগ্য চাকরির প্রস্তাব ছাড়া মুখ্যমন্ত্রীর কোনও কথাতেই তারা ভুলবেন না। শুধু তাই নয়, এদিনের বৈঠকে যদি যোগ্যদের তালিকায় কোনও অযোগ্য প্রার্থীকে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে তারা ঝামেলা বাঁধিয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও কয়েকজন হেভিওয়েট মন্ত্রী থাকতে পারে বলে সূত্রের খবর। থাকতে পারেন বুদ্ধিজীবীরা, চিত্রশিল্পীরা। কিন্তু চাকরিহারাদের সঙ্গে বৈঠকে তাঁদের ঠিক কী ভূমিকা রয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে নেতাজি ইন্ডোরে বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সাহিত্যিক আবুল বাশার। যদিও তিনি জানিয়েছেন, বৈঠকে না যাওয়া পর্যন্ত তিনি বুঝতে পারছেন না কেন তাকে ডাকা হয়েছে। অন্যদিকে শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবারের বৈঠকে সমস্যা সমাধানে চাকরিহারাদের কাছে বেশকিছু প্রস্তাব রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা ও মতামত সংগ্রহের জন্য তাঁদেরকে যথেষ্ট সময়ও দেওয়া হবে। এই বিষয়ে শিক্ষা দফরের এক আধিকারিকের কথায়, ''বেশ কিছু সুরাহার প্রস্তাব নিয়ে খোলা মনে আলোচনা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কোনও প্রস্তাবই একপাক্ষিক রাখা হবে না। মতামত নেওয়া হবে।''
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে একযোগে চাকরি হারান রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মী। যোগ্য–অযোগ্য বাছাই করা যায়নি। তাই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও তাঁর বেঞ্চ। যদিও রায়েই উল্লেখ করা হয়েছে যে, এই ২৬ হাজারের মধ্যে ৬,২৭৮ জন অযোগ্য। তাঁদের বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছে। সে দিন রায়ের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সোমবার নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও দাবি করে জানান, মানবিক ও রাজনৈতিক ভাবে ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে আছেন তাঁরা। এখন দেখার মুখ্যমন্ত্রীর সঙ্গে সদ্য চাকরিহারাদের আজকের এই বৈঠক কতটা ফলপ্রসূ হয়! কোন দিকে গড়ায় বৈঠকের জল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।