সুপ্রিম রায়ে 'অযোগ্য' বাছাই নিয়ে কড়া হুঁঁশিয়ারি, নতুন কোন পদক্ষেপ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Published : Apr 07, 2025, 01:43 PM IST
West Bengal government Teachers watches the live telecast of Mamata Banerjee's comment

সংক্ষিপ্ত

Mamata on SSC Verdict: নেতাজি ইন্ডোরে শেষ চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। চাকরি হারাদের সঙ্গে সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না। তাঁর উপর আস্থা রাখার বার্তাও দিয়েছেন  

Mamata on SSC Verdict: নেতাজি ইন্ডোরে শেষ চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। চাকরি হারাদের সঙ্গে সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না। তাঁর উপর আস্থা রাখার বার্তাও দিয়েছেন তিনি। এদিকে স্বেচ্ছাশ্রম নিয়ে মুখ্যমন্ত্রীকে চাকরিহারারা প্রশ্ন করলে তিনি বলেন, ''আদালত বলছে বেতন বন্ধ। আমরা দিলে প্রশ্ন করবে। তাই বলছি নোটিস না পাওয়া পর্যন্ত স্কুলে যান। সুস্থ থাকবেন। কাজ চালিয়ে যান। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না। আগে যোগ্যদেরটা ঠিক করতে দিন। আস্থা রাখুন। অযোগ্যদের নথিপত্র দেখব। সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আগে যোগ্যদেরটা দেখব। চিন্তা করবেন না। নিশ্চিন্তে থাকুন। যোগ্য-অযোগ্যদের গন্ডগোল লাগাবেন না।''

সুপ্রিম রায়ে চাকরিহারাদের মুখ্যমন্ত্রীর আরও বার্তা, ''বাচ্চাদের শিক্ষা দিন। আমি নিশ্চয় সকলের কথা শুনব। আগে আমাকে তদন্ত করতে দিন। আপনি ক্ল্যারিফিকেশন চাইব। আইনের ধারা অনুযায়ী কাজ করব। কারও চাকরি যাক চাই না।'' শুধু তাই নয়, কোনও 'যোগ্য' চাকরিহারাকে যদি অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয় তাহলে তিনি সেই যোগ্য চাকরিহারার পাশে থাকবেন বলেও এদিন আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, কে যোগ্য, কে অযোগ্য? মমতার বৈঠকে প্রবেশ নিয়ে শুরুতেই সংঘাত বাধে চাকরিহারাদের মধ্যে। সোমবার বৈঠকের আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে জড়ো হন ‘চিহ্নিত অযোগ্যরা’। আর তাতেই ক্ষোভ চড়ে ‘যোগ্য’ চাকরিহারাদের মধ্যে, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা। যাদের কাছে পাস আছে তাদের দাবি করেন যে, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না।

 এ ছাড়া, অপর পক্ষ রাতভর নেতাজি ইন্ডোরের সামনেই জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ কোথা থেকে এল, তার বৈধতা কী, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা। আর এই আবহেই সোমবার নেতাজি ইন্ডোরে শেষ হল চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। চাকরিহারাদের পরবর্তী নোটিস না পাওয়া পর্যন্ত স্কুলে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার চাকরিহারাদের চাকরি ফেরানোর দাবির সমাধান সূত্র কোন দিকে মোড় নেয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট