Mamata Banerjee On PM Modi: কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বকেয়া বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার হকের প্রাপ্য আদায় করতে বড় সিদ্ধান্ত রাজ্যের সর্বোচ্চ নেত্রীর। জানুন বিশদে…
বারবার বলেও কোনও লাভ হচ্ছে না। কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য বকেয়া টাকা আদায়ের জন্য এবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎয়ের সময় চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
28
দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্য়ায়
বাংলার বকেয়া টাকার দাবিতে ৯ জুন দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে।
38
কেন্দ্রের কাছে বকেয়া হাজার কোটি!
নবান্ন সূত্রে খবর, একাধিক প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। এই সব প্রাপ্য টাকা আদায়ের জন্য এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎয়ের জন্য সময় চেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
এই বকেয়া টাকা নিয়ে এবার প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার বাংলার পাওনাগন্ডা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছে তৃণমূল।
58
দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক
এবার দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। ১১ জুন মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা রয়েছে।
68
বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু
বিধানসভা নির্বাচনের এখনও একবছর বাকি। তার আগে দলকে চাঙ্গা করতে এবার দলীয় সাংসদদের নিয়ে দিল্লি গিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। তবে ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
78
এর আগেও একাধিকবার দিল্লি সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী
কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকা আদায় করতে এই প্রথমবার নয়। এর আগেও বহুবার দিল্লির দরবারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে কেন্দ্র বকেয়া টাকা আটকে রাখারও অভিযোগ উঠেছিল।
88
হিসেব না দেওয়ার অভিযোগে বকেয়া বঞ্চনা
শুধু দুর্নীতি নয়, হিসেব না দিলে কেন্দ্র যাতে বাংলাকে এক পয়সাও না দেয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দরবার করেছিলেন বঙ্গ বিজেপির নেতারা। সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। যদিও পাল্টা তৃণমূল সাংসদরা দিল্লিতে বারবার দরবার করেছেন। তাতে বিশেষ কিছু লাভ না হওয়ায় এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।