- Home
- India News
- UIDAI Internship: কেন্দ্রীয় সরকারের অধীনে এখানে ইন্টার্নশিপ করলেই মিলবে মাসিক ৫০,০০০ টাকা বেতন! কীভাবে করবেন আবেদন? জানুন এক ক্লিকে
UIDAI Internship: কেন্দ্রীয় সরকারের অধীনে এখানে ইন্টার্নশিপ করলেই মিলবে মাসিক ৫০,০০০ টাকা বেতন! কীভাবে করবেন আবেদন? জানুন এক ক্লিকে
Central Government Scholarship: পড়াশোনার পাশাপাশি কাজের জগতে প্রবেশের ক্ষেত্রে প্র্যাক্টিকাল অভিজ্ঞতা থাকা আজকের দিনে ভীষন জরুরি। আর যাঁরা মূলত আইন, প্রশাসনিক ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান। তাঁদের জন্য় রয়েছে সুবর্ণ সুযোগ।

কেন্দ্রের তরফে ইন্টার্নশিপ
যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি মেডিকেল, আইন, প্রশাসনিক স্তরে কেরিয়ার গড়তে ইচ্ছুক তাঁদের জন্য রয়েছে কেন্দ্রীয় মোদী সরকারের সুবর্ণ সুযোগ। মিলছে মাসিক বেতনে ইন্টার্নশিপ করার সুবিধা।
কোথায় করা যাবে ইন্টার্নশিপ ?
সূত্রের খবর, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা UIDAI (Unique Identification Authority of India) যা আধার প্রকল্পের মূল দায়িত্বে রয়েছে। দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ। কারণ, Aadhaar Internship-টি হল ২০২৫ সালের সেরা ইন্টার্নশিপগুলির মধ্যে অন্যতম। এখানে মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যায় এবং বিভিন্ন প্রযুক্তিগত, আইনগত এবং ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জনের সুবিধা মিললবে।
মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা
UIDAI প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী পড়ুয়াদের ইন্টার্নশিপ করার সুযোগ দিয়ে থাকে। চলতি বছরেও (২০২৫) সেই সুযোগ অব্যাহত। আগ্রহী পড়ুয়ারা দেশের বিভিন্ন শহরে সরাসরি UIDAI কেন্দ্রে কাজের সুযোগ পাচ্ছেন। এছাড়াও কিছুক্ষেত্রে রিমোট অঞ্চলে মিলবে কাজের সুবিধা। বাড়ি বসেও করা যাবে কাজ (Work From Home)।
ইন্টার্নশিপের স্টাইপেন্ড কত?
UIDAI-তে যোগ্যতা ও কাজের ধরন অনুসারে আগ্রহী ইন্টার্নদের বেতন যথাক্রমে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। এবং ইন্টার্নশিপের সময়সীমা হল ছয় মাস থেকে ১২ মাস পর্যন্ত।
কাজের শেষে মিলবে সার্টিফিকেট ?
UIDAI-তে ইন্টার্নশিপ করা সকল কর্মপ্রার্থীদের তাঁদের কাজের শেষে দেওয়া হবে শংসাপত্র। এই অভিজ্ঞতার শংসাপত্র পরবর্তীতে কাজের ক্ষেত্রে বেশি সুযোগ সুবিধা করে দেবে।
কোন কোন বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ?
UIDAI-তে ইন্টার্নশিপের সুযোগ মিলবে- আইন, প্রযুক্তি, মেডিকেল, ম্যানেজমেন্ট, IT Act, Cyber Law সংক্রান্ত রিসার্চ, Software Development, IT, Management and Public Policy, পাবলিক পলিসি গবেষণা, প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক পরিকল্পনা, তথ্য সুরক্ষা আইন। সুতরাং এই ডোমেইনগুলিতে কাজ করার মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তার কাজের ক্ষেত্রেও আরও সুবিধা ভোগ করতে পারবেন।

