- Home
- West Bengal
- West Bengal News
- WB Rain Update: নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার প্রবেশ, দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
WB Rain Update: নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার প্রবেশ, দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে
WB Weather News: লক্ষ্মীবারে সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া। বৃহস্পতিবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জানুন আজকের সম্পূর্ণ ওয়েদার আপডেট। দেখুন ফটে গ্যালারিতে…

দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা
দক্ষিণবঙ্গে নির্ধারিত সময় ১০ জুনের পরেই বর্ষা আসার সম্ভাবনা। ১২ জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা। ১২ জুন থেকে এগোতে পারে মৌসুমী অক্ষরেখা। অনুমান আবহাওয়া দফতরের।
বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বাংলায়
আলিপুর আবহাওয়া আবহাওয়া দফতর সূত্রে খবর, বিহারের সক্রিয় ঘূর্ণাবর্তটি সরে উত্তর বাংলাদেশের উপর অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। যার কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলায়।
শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে
দক্ষিণবঙ্গে আগামী দু'দিনে তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তের মধ্যে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কোন কোন জেলার বৃষ্টির সম্ভাবনা?
বৃহস্পতিবার রাজ্যের সাত জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। কলকাতা সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুন, দক্ষিণ বঙ্গের নয় জেলাতে ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃহস্পতিবার অর্থাৎ ৫ জুন উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা
৬,৭ তারিখ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের বাকি জেলায় দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস
৮ জুন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিনটি জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের তাপমাত্রা
উত্তরবঙ্গের তাপমাত্রার পরিবর্তন নেই আপাতত। দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে আজও কাল। শুক্রবার থেকে ফের তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে।

