WB Governor CV Anand Bose: সম্পূর্ণ সুস্থ রাজ্যপাল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন বোস

Published : May 15, 2025, 01:19 PM IST

CV Anand Bose Health Update: অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হার্ট ব্লকেজের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।      

PREV
17
হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন রাজ্যপাল

হার্টের সমস্যা নিয়ে গত  ২৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রায় একমাসের মাথায় আজ বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি। 

27
হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালো

গত ২৪ এপ্রিল সকাল থেকেই অসুস্থ বোধ করছিলেন বাংলার রাজ্যপাল সি.ভি আনন্দ বোস। তড়িঘড়ি তাঁকে প্রথমে ভর্তি করা হয় আলিপুর কমাণ্ড হাসপাতালে। পরে সেখান থেকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাজ্যপালের শারীরিক পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে তার হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। 

37
এখন কেমন আছেন রাজ্যপাল

বৃহস্পতিবার হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিন থেকে জানা গিয়েছে, রাজ্যপালের বর্তমান শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ঠিকঠাক আছে বর্তমানে। 

47
রাজ্যপালকে চাপমুক্ত থাকার পরামর্শ

হাসপাতাল সূত্রে খবর, রাজ্যপালের পরবর্তী স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে ডাক্তাররা চাপমুক্ত থাকার পরামর্শ দিয়েছেন। বেশি কাজ না করতেও বলা হয়েছে হাসপাতালের তরফে প্রকাশ্ত মেডিক্যাল বুলেটিনে। 

57
বোসের রক্তচাপ নিয়ন্ত্রণে

সরকারি সূত্রে খবর, হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্য়াল বুলেটিন থেকে জানা গিয়েছে যে, রাজ্যপাল সি.ভি আনন্দ বোসের রক্তচাপ বর্তমানে স্বাভাবিক রয়েছে। রক্তে শর্করার মাত্রাও ঠিকঠাক। 

67
পুরোদমে ফিট রাজ্যপাল

প্রায় একমাসের কাছে হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন তিনি।  বাম কাঁধে ব্যথা ও বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। 

77
বর্তমানে সম্পূর্ণ সুস্থ রাজ্যপাল

রাজ্যপাল সি.ভি আনন্দ বোস বর্তমানে সম্পূর্ণ সুস্থ থাকায় চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজভবনে ফিরলেও আপাতত বেশি কাজের চাপে না থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। 

Read more Photos on
click me!

Recommended Stories