Dilip Ghosh on Ind Pak Conflict: ভারতে ক্রমশ চড়ছে পাকিস্তানের বিরুদ্ধে সুর। এবার উঠছে তুরস্ক বয়কটের ডাক। এই সব নিয়ে কী বললেন দিলীপ ঘোষ? জানুন বিশদে… 

Dilip Ghosh on Ind Pak Conflict: গত ২২ এপ্রিলের পর থেকেই চরমে দুই দেশের সম্পর্ক। তার উপর ভারত-পাকিস্তানের এই উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তারপর থেকেই ভারতীয় জনগণের মধ্যে তুরস্ক বয়কটের ডাক উঠেছে। যা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও (Dilip Ghosh)।

সদ্য পুত্র হারিয়েছেন রিঙ্কু মজুমদার। সৎ পুত্রের অকাল মৃত্যুতে নিজেও কিছুটা বিধ্বস্ত দিলীপ ঘোষ। তারপরই বদল নেই রোজনামচায়। প্রতিদিনের মত এদিনও প্রাতঃ ভ্রমণে যান নিউ টাউনের ইকো পার্কে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মুখ খোলেন প্রাক্তন বিজেপি সাংসদ। 

তিনি বলেন, ''ভারত বরাবরই মানবতার পক্ষে। ভারত তার সাধ্যমতো করে। এটাই আমাদের সংস্কৃতি। তুরস্ককে এবার অন্যান্য দেশও বয়কট করবে। সহ্যের সীমা পার করেছে ওরা। বিশ্বাসঘাতকতার সীমা পেরিয়ে গেছে। যুদ্ধ নানারকমের হয়। এটা আর্থিক যুদ্ধ হবে। শুধু সরকার নয় দেশের সাধারণ মানুষের মধ্যে চেতনা জেগেছে। তারাও আজ বয়কট তুরস্ক স্লোগান দিতে শুরু করেছেন। এর ফল ওদের ভুগতে হবে। চীন প্রচুর জিনিস ভারতে বিক্রি করে। দুই বছর আগে দীপাবলির আগে বয়কট চিন শ্লোগান উঠেছিল। এর ফলে ওদের ৫০ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছিল। ভারতের বাজার দেড়শো কোটি লোকের। সবার কাছে এই বাজার আকর্ষণীয়। তার ফায়দা নিতে গেলে আমাদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। নাহলে বদলা নেওয়ার ক্ষমতা ভারতের আছে।''

পাক রেঞ্জার্সের হাতে একটানা ২০ দিন আটক থাকার পর দেশে ফিরেছেন বাংলার রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। একই সঙ্গে বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন কোচবিহারের শীতলকুচির বাসিন্দা উকিল বর্মন। পাকিস্তান থেকে BSF জওয়ান পূর্ণমকুমার সাউয়ের মুক্তির দিনই বাংলাদেশের জেল থেকে মুক্তি শীতলকুচির কৃষকের। গত ১৬ এপ্রিল শীতলকুচিতে নিজের জমিতে চাষ করার সময়, উকিল বর্মনকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। 

সূত্রের খবর, উকিল বর্মনের মুক্তির দাবিতে BGB-র সঙ্গে বৈঠক করে BSF। অবশেষে প্রায় ১ মাস পর তাঁর মুক্তি মেলে। আর এই বিষয়ে বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ''সেই সময় যদি অভিমন্যু বর্তমানের মতো ফাইটার পাইলট কে ফিরিয়ে আনতে পারি তাহলে তারপর তো অনেক জল গড়িয়েছে। ভারত এখন শক্ত সমর্থ দেশ। আমাদের সম্পূর্ণ ভরসা ছিল ভারত তার ফৌজিদের ফিরিয়ে আনবে। বাস্তবে সেটাই হল। বিশ্বে ভারতের সম্মান প্রমাণিত। মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।''

অন্যদিকে, বৃহস্পতিবার বিকাশ অভিযান নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ''সরকার নিজের সমস্যায় জর্জরিত। শিক্ষা প্রায় বন্ধ। অনেক শিক্ষক চলে গেছেন। অনেক স্কুল প্যারা টিচার দিয়ে চলছে। স্কুল চলবে কীভাবে? সরকার তাই ওদের বারবার স্কুল যেতে বলছে যাতে স্কুল চলে। যারা যাবেন তাদের ভবিষ্যত পরিষ্কার না করলে তারা যাবেন কেন? সরকারকে আগে স্পষ্ট করতে হবে কি চায়? কিছু লোককে ভাতা দেবে কিছু লোককে দেবে না এইভাবে কদিন চলবে? কেন সরকার কোর্টে বলছে না যারা যোগ্য তাদের চাকরি ফেরত দিন? অযোগ্যদের কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন। তাদের আপনারাই বুঝে নিন।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।