Kasba Law College: বৈধ পরিচয় পত্র ছাড়া প্রবেশ নিষেধ, খুলছে কসবা 'ল' কলেজ
Kasba Law College: আইন কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষন কাণ্ডের পর থেকেই রীতিমত সংবাদ শিরোনামে কসবা ল কলেজ। দীর্ঘদিন বন্ধ থাকার পর ৭ জুলাই সোমবার থেকে খুলে যাচ্ছে দক্ষিণ কলকাতার এই কলেজ ক্যাম্পাস।

খুলছে কসবা ল কলেজ
সাউথ ক্যালকাটার কসবা ল কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রীকে গণধর্ষনের পর থেকেই বন্ধ ছিল এই কলেজ ক্যাম্পাস। অবশেষে দীর্ঘ টানাপোড়েনের পর খুলছে এই আইন কলেজ।
কবে থেকে খুলছে কলেজ?
সাউথ কলকাতা ল’ কলেজ পুনরায় খুলছে ৭ জুলাই থেকে। এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। সাউথ কলকাতা ল’ কলেজের উপাধ্যক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতি এবং গভর্নিং বডির নির্দেশ অনুযায়ী, আগামী ৭ জুলাই, ২০২৫ (সোমবার) থেকে কলেজ ফের খোলা হবে সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
কলেজ ক্যাম্পাসে বাড়ছে নিরাপত্তা?
এই সময়ে কলেজের সমস্ত শিক্ষকর ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে। কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা বরুণ মাহালি পুরো ক্যাম্পাস পরিদর্শনের পর মূল গেট বন্ধ করে কলেজ ছাড়বেন বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
পড়ুয়াদের জন্যও একগুচ্ছ নির্দেশিকা
জানা গিয়েছে, প্রথম সেমেস্টারের BALLB (৫ বছর) কোর্সের ছাত্রছাত্রীরা, যারা এখনও পরীক্ষার ফর্ম পূরণ করেননি, তারা ৭ জুলাই সকাল ১০টা থেকে ১২টার মধ্যে কলেজ আইডি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হতে পারবেন।
প্রজেক্ট জমার নির্দেশ
৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম সেমেস্টারের ছাত্রছাত্রীরা শুধুমাত্র নির্ধারিত দিনে কলেজে প্রবেশ করতে পারবে আইডি কার্ড দেখিয়ে। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ৪র্থ সেমেস্টার: ৮ জুলাই (মঙ্গলবার)। ৬ষ্ঠ সেমেস্টার: ৯ জুলাই (বুধবার)। এবং ৮ম সেমেস্টার: ১০ জুলাই (বৃহস্পতিবার) এই দিনগুলোতে তাদের ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়া হবে।
শুরু হবে নিয়মমাফিক ক্লাস
এছাড়াও জানানো হয়েছে যে, এলএল.এম. (LL.M) কোর্সের ছাত্রছাত্রীরা ৮ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে তাদের ক্লাস রুটিন অনুযায়ী উপস্থিত থাকতে পারবে ক্লাসে।
বৈধ প্রমাণপত্র ছাড়া অনুমতি নিষেধ
তবে কোনও ছাত্রছাত্রী বৈধ প্রমাণপত্র ছাড়া কলেজে প্রবেশ করতে পারবে না।সাউথ কলকাতা ল’ কলেজের উপাধ্যক্ষ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি বর্তমানে কলেজের নোটিস বোর্ডে টাঙানো হয়েছে বলে জানা গিয়েছে।

