শুধু সরকারি কর্মীই নন, বিভিন্ন শ্রমিক শ্রেণির জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন ২০ শতাংশ পুজো বোনাস। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখ ১৫ সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদের বোনাস ২০০ টাকা বাড়ানো হয়েছে। আগে তাঁরা ৯০০ টাকা পেতেন, এখন থেকে সেই অঙ্ক বেড়ে হচ্ছে ১,১০০ টাকা।