এসএসসি-র 'অযোগ্যদের' তালিকায় শাসক ঘনিষ্ঠ দাপুটে নেতা-কাউন্সিলরদের নাম, দুর্নীতির ইতিবৃত্তে আর কারা?

Published : Aug 31, 2025, 07:31 AM IST

SSC Recruitment Scam: অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনেই শনিবার রাতে ২০১৬ সালের এসএসসি-র অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করল কমিশন। কারা রয়েছে অযোগ্যদের লিস্টে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসসি-র

২০১৬ সালের এসএসসি-র চাকরি বাতিল মামলায় শেষপর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। আর তাতেই উঠে এসেছে তৃণমূলের একাধিক দাপুটে নেতা-কাউন্সিলর থেকে শুরু করে জেলা সভাপতির নাম। আর এই বিষয়টি প্রকাশ্য়ে আসতেই ক্ষোভ বেড়েছে যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। তাঁদের পথে বসানোর জন্য এসএসসি কমিশন সহ আদালতকেই দায়ি করেছেন যোগ্যরা বঞ্চিতরা। 

25
অযোগ্যদের নামের তালিকায় কারা রয়েছেন?

শনিবার এসএসসি-র তরফে  অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দাগি অপরাধি হিসেবে নাম রয়েছে প্রায় ১৯০০ জনের। যদিও এদিন চিহ্নিত অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশেও নাটকীয়তা তৈরি হয়। প্রথমে একটি তালিকা প্রকাশ করা হয়। কিন্তু তারপর তা হঠাৎ করেই প্রত্যাহার করে নেয় স্কুল সার্ভিস কমিশন। তারপর এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশনের দফতরে পৌঁছে যান। বৈঠক হয় আধিকারিকদের সঙ্গে। তারপর আবারও নতুন করে একটি তালিকা প্রকাশ করে এসএসসি দফতর।

35
অযোগ্যদের তালিকায় রয়েছে শাসক ঘনিষ্ঠ লোকজন

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি ২০১৬ সালের চাকরি বাতিল মামলায় যে  অযোগ্য দাগি প্রার্থীদের নামের তালিকা সামনে এনেছে তার মধ্যে রয়েছে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। যদিও তিনি যে অযোগ্য শিক্ষিকা তা আগেই প্রমাণ দিয়েছিল হাইকোর্ট। কারণ, অঙ্কিতাকে আবর্ত করেই এসএসসি-র নিয়োগ দুর্নীতি একের পর এক তথ্য সামনে আসে। 

45
তালিকায় নাম দাপুটে তৃণমূল নেতাদের

শনিবার এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে নাম রয়েছে  হুগলীর খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা বিভাষ মালিকের। তিনিও ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় বসেন। অযোগ্যদের তালিকায় তার নাম রয়েছে-৩১৬ নম্বরে। চাকরি বাতিল হওয়ার আগে পর্যন্ত তিনি তারকেশ্বরের একটি স্কুলে চাকরি করতেন। তিনি নিজে যেমন চাকরি করতেন তেমনই দুর্নীতি করে অনেককেই চাকরিও পাইয়ে দিয়েছেন বিভাষ মালিক। 

55
তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের

অযোগ্যদের তালিকায় নাম রয়েছে তৃণমূল কাউন্সিলরেরও। তিনি রাজপুর সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর কুহেলী ঘোষ। যদিও অযোগ্যদের তালিকায় নাম থাকলেও চাকরি বাতিলের প্রথম দিন থেকে তিনি অবশ্য হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, কোনওরকম দুর্নীতি করে তিনি চাকরি পাননি। এছাডা়ও নাম রয়েছে- পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি। কবিতা বর্মণ। তিনি উত্তর দিনাজপুরের  তৃণমূলের জেলা পরিষদের সভাপতি ছিলেন তবে বর্তমানে বিজেপিতে নাম লিখিয়েছেন কবিতা। অযোগ্যদের তালিকায় আরও রয়েছে- নমিতা আদক, প্রিয়াঙ্কা মণ্ডল, সাহিনা সুলতানার নাম। সাহিনাও তৃণমূলের সহ-সভাপতি ও পূর্ত কমার্ধ্যক্ষের দায়িত্বও সামলেছেন। 

Read more Photos on
click me!

Recommended Stories