- Home
- West Bengal
- West Bengal News
- ছুটির দিনে দক্ষিণে রৌদ্রজ্জ্বল আবহাওয়া, কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ? রইল বিরাট আপডেট
ছুটির দিনে দক্ষিণে রৌদ্রজ্জ্বল আবহাওয়া, কবে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ? রইল বিরাট আপডেট
WB Weather Forecast Update: রবিবার ছুটির দিনে সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। সপ্তাহান্তে দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

রবিবারের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যারফলে আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। সপ্তাহের মাঝামাঝি মঙ্গলবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে থাকবে মূলত মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বেশি থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের কাছাকাছি আসবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ব্রজবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কবে থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা?
রবিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া
৩১ অগাস্ট জলপাইগুড়িতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ১ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে ৩১ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা। ১ থেকে ৪ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

