SSC নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হোক অতিরিক্ত ১০ নম্বর, কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকার

Published : Nov 28, 2025, 05:24 PM IST

Calcutta High Court On SSC Exam: এসএসসি-২০২৫  নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্নের মুখে রাজ্য সরকার। কী বলছে আদালত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
এসএসসি নিয়ে আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার

সুপ্রিম নির্দেশ অমান্য করে এসএসসি ২০২৫ নিয়োগ। জানা গিয়েছে, এসএসসি-এর ২০২৫ নতুন নিয়োগ প্রক্রিয়ার রুল চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে অতিরিক্ত শূন্যপদ তৈরি থেকে শুরু করে, অভিজ্ঞতার জন্য ১০ নম্বর, শিক্ষাগত যোগ্যতায় সমস্ত ক্ষেত্রেই ২০১৬ রুলকে বদলে ২০২৫ এর নিয়োগের জন্য নতুন রুল করা হয়েছে, হাইকোর্টে সওয়াল মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যের। 

25
নতুন করে ফের কী অভিযোগ উঠেছে?

দুর্নীতির জন্য যে প্যানেল বাতিল হয়েছে, সেখানে অভিজ্ঞতার জন্য ১০ নম্বর কোনও ভাবেই দেওয়া যায় না। সকলের জন্য সমান নম্বরের পরীক্ষা হোক। মেধার ভিত্তিতে সেরাদের বাছা হোক। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়াদেরও অযোগ্য হিসাবে গণ্য করা হোক, হাইকোর্টে সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যর। নতুন রুল নিয়ে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে রাজ্য। মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর, সোমবার।

35
কী বলছেন মামলাকারীরা?

এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী শুক্রবার আদালতে জানান, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না। হাইকোর্ট প্রথম নির্দেশের ভিত্তিতে পদক্ষেপ করতে পারে বলে জানানো হয়েছে। ২০২৫ রুল এর বৈধতা আছে কিনা তা আগে বিবেচ্য হোক। নতুন বিজ্ঞপ্তি দেখুন। ৩০ মে ২০২৫ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নতুন ভ্যাকেন্সি তৈরি করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়োগ প্রক্রিয়া কী করে হল। এলিজিবেল ক্যান্ডিডেটদের আবেদন করতে বলা হয়। ম্যানার অফ সিলেকশন দেখুন। লেখা, অ্যাকাডেমিক যোগ্যতা, ইন্টারভিউ, অভিজ্ঞতার নম্বর (লেকচার ডেমোনস্ট্রেশন) এর কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে তা বলা হয়নি। সম্প্রতি পর্যবেক্ষণ দেখুন নতুন রুলের কথা বলা হয়নি। ইন্টারভিউ লিস্টে মেরিট এর কথা বলা হয়েছিল। আমরা নতুন। আমাদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পাওয়ার জায়গা নেই। ২৯ মে রুল ও ৩০ মে বিজ্ঞপ্তি হলে ভ্যাকেন্সি তৈরি হল কখন? অতিরিক্ত শূন্যপদ তৈরি হল কখন? এই রুলের মাধ্যমে কিভাবে ভ্যাকেন্সি তৈরি হল?

45
আদালতে প্রশ্নের মুখে রাজ্য সরকার

শিক্ষাগত যোগ্যতা ১০ নম্বর, অভিজ্ঞতা ১০, ইন্টারভিউ ১০, লেকচার ডেমোন্সট্রেশন ১০। যাঁদের নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে তারা অভিজ্ঞতার ভিত্তিতে নম্বরের সুবিধা পাবে। ২০২৫ সালের রুলে শিক্ষাগত যোগ্যতার পার্ট উধাও। শুধু গ্রাডুয়েশনের কথা বলা হয়েছে। এখনও টেন্টেডদের টাকা ফেরত নেওয়া হয়নি। রাজ্য বলেছিল স্কুলে শিক্ষকের অভাব হবে। তাই সুপ্রিম কোর্ট ওই পোস্ট এর জন্যই যাঁরা টেন্টেড নয় তাঁদের নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলে কোনও বেনিফিট ছাড়া। এই রুল ১৪ ও ১৬ অনুচ্ছেদকে লঙ্ঘন করে। এই রুলের অ্যাপলিকেশন এমন রয়েছে যা এই রুলকেই ভায়োলেট করায়। দুর্নীতিগ্রস্ত মনোভাব নিয়ে এটা করা হয়েছে। ওই ১০ নম্বরের জন্য নতুনরা বঞ্চিত হয়েছে। আর্টিকেল ১৬ তে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সকলের সমান অধিকার। আর্টিকেল ১৪ অনুযায়ী রাজ্যের উচিত সমানাধিকার দেওয়া। আইন অনুযায়ী ১০ নম্বর দিয়ে আলাদা বেনিফিট কী করে দেওয়া হল? আপনারা পাবলিক এমপ্লয়মেন্ট দিতে যাচ্ছেন অথচ এগুলো মানছেন না? যাঁরা নতুন তারা কি অনুভব করছে? পড়ুয়াদের মধ্যে কি ধারণা হচ্ছে শিক্ষকরা বেআইনিভাবে নিযুক্ত হয়েছিল? ১০ নম্বর দেওয়া অর্থ অভিজ্ঞদের খুঁজছেন। ২০২৫ এর রুল এখনও কেউ চ্যালেঞ্জ করেনি বলা হয়েছিল এখন চ্যালেঞ্জ করছি।

55
কবে মামলার পরবর্তী শুনানি?

বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘’আপনারা বয়সসীমায় ছাড় এমনভাবে তৈরি করলেন, যার জন্য অনেক চাকরিহারা যোগ্যশিক্ষক নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশই নিতে পারলেন না।'' মামলার পরবর্তী শুনানি ১ ডিসেম্বর।২০২৫ গ্ৰুপ সি এবং গ্ৰুপ ডি নতুন নিয়োগেও অভিজ্ঞতার জন্য ৫ নম্বর রাখা হয়েছে। কিন্তু এখনও কমিশন যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি। নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ তারিখ ৩ ডিসেম্বর। সেই রুল ও অভিজ্ঞতার জন্য ৫ নম্বরকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি ২ ডিসেম্বর।

Read more Photos on
click me!

Recommended Stories