মঙ্গলবার বিকেলে ছায়া ঘনাবে আকাশে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে ভিজতে পারে এই জেলাগুলি

আবহাওয়া বদলেছে অনেকটাই। সকাল থেকে রোদের তাপে তেতে পুড়ে থাকা শহর কিছুটা বেঁচেছে স্বস্তির বারিধারায়। শহর কলকাতা ও সংলগ্ন জেলা দুদিন ধরে বিকেল হতেই বৃষ্টির ছাঁটে ভিজিয়েছে নিজেকে। কেমন থাকবে মঙ্গলবারের আবহাওয়া, জেনে নিন।

Parna Sengupta | Published : Jun 13, 2023 7:19 AM
19

ঘন কালো মেঘ আর ঝোড়ো বাতাসে যেন প্রাণের পরশ ফিরে পেয়েছে দগ্ধ কলকাতা। সোমবার বিকেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ।

29

২০২৩-এ প্রায় সপ্তাহখানেক পিছিয়ে গিয়ে এবার কেরলে ঢুকেছে বর্ষা। এরপরেই এগোতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তারই হাত ধরে বাংলায় তাহলে কি ঢুকল বর্ষা!

39

না, এতটাও খুশি হওয়ার দরকার নেই। কারণ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনই থামছে না। সেইসঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, তা নিশ্চিত নয়।

49

১৩ই জুন কলকাতা ও সংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকতে পারে। আর্দ্রতার পরিমাণ বাতাসে ৮৬ শতাংশ।

59

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা ও অস্বস্তি খুব একটা কমবে না। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

69

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কিছু অংশে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে।

79

হাওয়া অফিস সূত্রে খবর আগামী দু'দিন আবহাওয়ায় বিশেষ পরিবর্তন দেখা যাবে না। ১৪ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা শহরে। ১৫ জুন থেকে বৃষ্টি কমলেও আগের থেকে কম থাকবে তাপমাত্রা।

89

তবে প্রবল বৃষ্টি পাবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মঙ্গলবার তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।

99

ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কয়েকটি জায়গায় ধসের আশঙ্কা আছে। পুর এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা আছে। শস্যেরও ক্ষতি হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos