শুক্রবারও কি মেঘ আর রোদের খেলা কলকাতায়, এই জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা

Published : Jul 07, 2023, 12:08 AM IST

বৃহস্পতিবার সারাদিন ছেঁড়া ছেঁড়া বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে পথ চলতি মানুষকে। আকাশের মুখ ভার থাকলেও সেভাবে বৃষ্টি হয়নি। উল্টে গরম বেড়েছে। এক পশলা বৃষ্টির পর, এদিক ওদিক জল জমলেও, গরম ব্যাটিং জারি রেখেছে। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া।

PREV
19

কখনও ঘন কালো মেঘ আর ঝোড়ো হাওয়া। আবার তার পরক্ষণেই উঠছে ছেঁড়া রোদ। বৃহস্পতিবার সারাদিন এই ছবিতেই নাজেহাল মানুষ। তবে সারাদিনই ভ্যাপসা গরমে কষ্ট হয়েছে শহরবাসীর।

29

বৃষ্টি চললেও গরম কমেনি। গুমোট ভাব ছিল দিনভর। শুক্রবার কি একই রকম থাকবে আবহাওয়া, নাকি গরম কমবে! এই প্রশ্নই এখন কলকাতা ও সংলগ্ন জেলায়।

39

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

49

শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে জেলাগুলিতে। হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ থেকে বৃষ্টির পরিমাণ ও তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

59

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকবে সারাদিন। বিকেল বা সন্ধ্যেয় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।

69

বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানির,আজমীর, গুনা, জব্বলপুর, রায়পুর ও গোপালপুরের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায়। আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে কেরালা পর্যন্ত।

79

তবে শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

89

তবে শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপর বৃষ্টি কমে গেলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

99

লাগাতার বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামবে। তিস্তা, তোর্সা, জলঢাকার মতো নদীতে জলস্তর বৃদ্ধি পাবে। বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাবে।

click me!

Recommended Stories