Weather News: প্রবল তাপপ্রবাহের আঘাতে ধুঁকছে বাংলা, কবে আসবে বর্ষা! জেনে নিন কলকাতা ও জেলাগুলির আজকের আবহাওয়ার খবর

Published : May 01, 2024, 07:00 AM IST
kerala heat

সংক্ষিপ্ত

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সল্টলেক ও দমদমে বুধবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি। আলিপুর, হাওড়ার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। 

Weather News: বুধবার দিনভরই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। দিন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হুহু করে বাড়ছে তাপমাত্রার পারদ। কারণ প্রখর রোদের সঙ্গে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণে অনেকটাই বেড়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারই ছিল শহরের উষ্ণতম দিন। এখনই কলকাতা-সহ গাঙ্গেয় উপত্যকায় কোনও স্বস্তি নেই। ৬ মে মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি বর্ষা আসার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সল্টলেক ও দমদমে বুধবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি। আলিপুর, হাওড়ার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি।

দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলায় অসহ্য গরম। পশ্চিমের জেলাগুলিতে অতিরিক্ত তাপপ্রবাহ রয়েছে। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বুধবার দক্ষিণবঙ্গের সব কটি পাশাপাশি উত্তর বঙ্গেও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা,মুর্শিদাবাদের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। গত ৪৪ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙে দিল। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি। সকাল থেকেই প্রখর রোদ।

সকাল থেকেই প্রখর রোদ। সঙ্গে গরম হাওয়া। লু বইছে। বাড়ির বাইরে বার হলেও হাত পা পুড়ে যাচ্ছে। ঘরে বাইরে কোথাও শান্তি নেই। এমন পরিস্থিতির বিশেষ কোনও উন্নতি হবে না। উত্তরের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আংশিক বৃষ্টি হতে পারে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?