Weather News: অপেক্ষার অবসান! এইদিনেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বাংলার মাটিতে, জেনে নিন কলকাতা ও জেলাগুলির আজকের আবহাওয়ার খবর

Published : Apr 30, 2024, 06:57 AM IST
rain weather kolkata

সংক্ষিপ্ত

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। যার জেরে স্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি সহ পাহাড়ে।

Weather News: আগামী সপ্তাহেই মিলতে পারে এই দাবদহ থেকে মুক্তি। মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না। বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। যার জেরে স্বস্তি বজায় থাকবে জলপাইগুড়ি সহ পাহাড়ে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এরপর মঙ্গল, বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।

চলতি সপ্তাহেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। আর জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে আগামী সপ্তাহের রবিবার অর্থাৎ ৫ মে থেকে দিনের বেলায় দক্ষিণবঙ্গে মেঘের সঞ্চার হবে এবং তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে। হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে।

উত্তরের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ না চললেও তাপমাত্রা বেশি থাকার কারণে অস্বস্তিকর এবং গরম আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক সপ্তাহের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মে মাসের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির নিচে থাকবে বলে আশা করা হচ্ছে। পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৮০% এর কাছাকাছি গেলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এর জেরেই হতে পার বৃষ্টিপাত

রবিবার ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গের দার্জিলঙে, কালিম্পং এবং জলপাইগুড়িতে হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, কলাইকুন্ডায় দিনের তাপমাত্রা ছিল ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। দিঘা, সাগরদ্বীপ এবং বসিরহাট বাদে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির ওপরে।

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?