বিকেলে আকাশ হবে মেঘলা, নামবে ঝুপঝুপে বৃষ্টি! আগামিকাল থেকেই শীতের কামড় কলকাতা থেকে জেলায়?
বৃহস্পতিবার সকাল থেকে রোদ থাকলেও সন্ধে থেকে বদলে যাতে পারে আবহাওয়া। নামতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আর তারপরেই থেকেই নাকি ভোল বদলে যাবে টারপাশের। মালুম হবে শীতের কামড়!