Weather News: কলকাতা-সহ সব জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন কোথায় কখন নামবে দুর্যোগ?

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাতেই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

 

Weather News: আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সোমবার থেকে আবারও আকাশের মুখ ভার থাকবে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তারপর আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। রবিবার সকালে থেকেই ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কমলেই তেমন চড়া রোদ দেখা যায়নি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। তাতেই রাজ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

মৌসমভবন জানিয়েছে আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। গোটা দেশেই পরিস্থিতি স্বাভাবিক। গত সপ্তাহ পর্যন্ত গোটা রাজ্যই তাপপ্রহবাহে জলেপুড়ে যাচ্ছিল। রেকর্ড হয়েছিল কলকাতার তাপমাত্রার। এক সপ্তাহের মধ্যেই তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৩ ডিগ্রি। আগামী ৬ দিন তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।

Latest Videos

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই ৬ জেলায় ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রবল ঝড় বৃ্ষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?