Weather News: আবারও চড়চড়িয়ে বাড়ছে পারদ, জেনে নিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আজকের আবহাওয়ার খবর

বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে।

Weather News: আগামী ৬ দিনের মধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজকের পর থেকে দক্ষিণবঙ্গের হালকা বৃষ্টির সম্ভাবনা কমছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে।

আজ বিকেলের পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় আংশিক বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন রাতের মধ্যে দক্ষিণবঙ্গে ৬ জেলায় হালকা বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর থেকেই রাজ্যে তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Latest Videos

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেড়েই ভ্যাপসা গরম আরও বাড়বে।

আগামীকালও এই জেলাগুলিতের অতি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলায় হাওয়া বইতে পারে ঘণ্টায় ২৫-৩০ কিলোমিটার বেগে। একই সঙ্গে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে হাওয়া থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন