Weather News: জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টি, জেনে নিন কোথায় কখন হবে বৃষ্টিপাত?

তিন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather News: আজ বিকেলের পর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন রাতের মধ্যে দক্ষিণবঙ্গে ৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজকের পর থেকে দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা কমছে তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর থেকেই রাজ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশই চড়বে।

এরপর থেকেই রাজ্যে তাপমাত্রা হুহু করে বৃদ্ধি পাবে। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। আগামী ৬ দিনের মধ্যেই কলকাতা ও গাঙ্গেয় উপত্যকার তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Latest Videos

এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন রাতের মধ্যেই দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝ়ড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলাতেই বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে।

তিন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। একই সঙ্গে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও উত্তরবঙ্গে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও এই জেলাগুলিতের জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Share this article
click me!

Latest Videos

'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
North 24 Parganas News: ছবি তোলা নিয়ে বিবাদ! ছাত্রের চরম সিদ্ধান্তে আঁতকে উঠলো সবাই, চাঞ্চল্য এলাকায়
‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র