২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কণ্ঠ মেলাবেন লক্ষ মানুষ

আয়োজকরা রুপোর পাতের ওপর তামা দিয়ে দেবনাগরী হরফে লেখা আমন্ত্রণপত্র তুলে দেন মোদীর হাতে। তাঁরা একটি দূর্গা প্রতিমার মূর্তিও উপহার দিয়েছেন।

 

ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে নয়। তিনি গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি গীতাপাঠে গলা মেলানোরও ইচ্ছে প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। সেখানেই যোগ দেবেন মোদী।

সঙ্ঘ পরিবারের বিভিন্ন সংগঠন এবং বিজেপি এই উদ্যোগে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ নামে একটি সংগঠন এই উদ্যোগ নিয়েছে। এই অনুষ্ঠানে লক্ষ মানুষ একই সঙ্গে গীতাপাঠ করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের বিভিন্ন মঠ ও মন্দির। আয়োজকদের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ, মানস ভট্টাচার্য, বসন্ত শেঠিয়া এবং মনোজ মণ্ডল জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মাধ্যমেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে গিয়েছিলেন। তাঁকে ব্রিগেডে গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণও জানিয়েছেন। প্রধানমন্ত্রীও উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। বিজেপি সূত্রের খবর কথাবার্তা আগে থেকেই চলছিল। শুক্রবার আয়োজকরা প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।

Latest Videos

আয়োজকরা রুপোর পাতের ওপর তামা দিয়ে দেবনাগরী হরফে লেখা আমন্ত্রণপত্র তুলে দেন মোদীর হাতে। তাঁরা একটি দূর্গা প্রতিমার মূর্তিও উপহার দিয়েছেন। পাশাপাশি মোদীকে তারা শান্তিনিকেতনের কাঁথাস্ট্রিচের একটি উত্তরীয়ও প্রদান করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে গীতাপাঠের পাশাপাশি বক্তব্যও রাখবেন। আয়োজকদের কথায় সম্পূর্ণ বাঙালি পোশাক অর্থাৎ ধুতি পাঞ্জাবী পরেই অনুষ্ঠানে সামিল হবেন। তিন ঘণ্টার অনুষ্ঠানে গীতার মোট পাঁচটি অধ্যায় পাঠ করা হবে। গতবছর মায়াপুরে হয়েছিল এই অনুষ্ঠান। তবে এই প্রথম গীতাপাঠ অনুষ্ঠানে এক লক্ষ মানুষ সরাসরি অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানটি অরাজনৈতিকভাবেই করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। মোদীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আরও পড়ুনঃ

viral video: নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের জন্য বায়ু সেনার মহড়া, দেখুন ভাইরাল ভিডিও

নিয়োগ দুর্নীতি মামলার জন্য বিশেষ বেঞ্চ গঠন কলকাতা হাইকোর্টে, আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা

প্রযুক্তিগত ত্রুটি না হ্যাকার হানা? UCO ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে জমা ৮৪০ কোটি টাকা

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন