ধেয়ে আসছে কালবৈশাখী, চলতি সপ্তাহেই প্রবল বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন সোমবার কেমন থাকবে বঙ্গের আবহাওয়া

এবছরই দশকের ঊষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী থেকেছে বঙ্গ। মার্চ মাসেই তাপআমত্রা ছুয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আচমকা এই কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলেই।

 

চলতি সপ্তাহে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস। সপ্তাহের শুরুতে শুকনো থাকলেও বৃহস্পতিবার থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে। এমনটাই জানাল হাওয়া অফিস। সোমবার মেঘমুক্ত পরিষ্কার আকাশই দেশবে শহরবাসী। কমবে না তাপমাত্রাও। তবে মঙ্গলবার থেকেই বঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। বুধবার থেকে মেঘলা আকাশ কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে লাগাতার দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। কাঠফাটা গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই পাবে শহরবাসী। এবছরই দশকের ঊষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী থেকেছে বঙ্গ। মার্চ মাসেই তাপআমত্রা ছুয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আচমকা এই কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলেই।

রবিবারের থেকে আরও চড়ল তাপমাত্রার পারদ। আজ ১৩ মার্চ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা আরও দু'ডিগ্রি বেড়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াল। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। আজকে সকাল থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ শহরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৬ শতাংশ। তবে মঙ্গলবার থেকেই বদলাবে আবহাওয়া। বৃহস্পতিবারই রাজ্যে ধেয়ে আসতে পারে কালবৈশাখী। যার জেরে ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা হলেও মুক্তি পাবে রাজ্যবাসী।

Latest Videos

প্রসঙ্গত, ১২ মার্চ রবিবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দক্ষিণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়া একই রকম চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দিন এবং রাত, কোনও তাপমাত্রারই খুব-একটা হেরফের হবে না। রবিবার দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চিল, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে প্রায় ১৯.৫ ছিল ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কালিম্পং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রির কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে হতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন -

ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ, রবিবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি

মধ্যরাতে কেঁপে উঠল আন্দামানের সমুদ্র, এক সপ্তাহের ব্যবধানেই ফের ভূমিকম্পের চোখরাঙানি

কালই কর্ণাটক সফরে প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন হাম্পির আদলে তৈরি হসপেট রেলস্টেশন

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন