Weather Update: দিনভর প্রখর তাপের পর অবশেষে স্বস্তি, আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি শহরে

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে শহরজুড়ে।

সোমবার বিকেলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দেখেছে কলকাতা। তবে মঙ্গলবার সকা থেকেই বদলে গিয়েছিল সেই ছবি। বেলা গড়াতে না গড়াতেই কড়া রোদ। সঙ্গে ভ্যাপসা গরমের দাপটে নাজেহাল অবস্থা শহরবাসীর। তবে বিকেলের দিকে আবারও বদল দেখা গেল আবহাওয়ায়। মঙ্গলবার দুপুর নাগাদই কালো মেঘে ঢাকল আকাশ। বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল শহরজুড়ে। বিক্ষপ্তভাবে বৃষ্টি নেমেছিল শহরের বেশ কিছু অঞ্চলে। পাশাপাশি প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে পারে শহরজুড়ে।

আলিপুর সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়বে বৃষ্টির পরিমান। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলছে গরমের অস্বস্তি থেকে। সোমবার বিকেলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতায় বৃষ্টি হলেও তাপপ্রবাহ এখনই থামছে না। সেইসঙ্গে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা কবে প্রবেশ করবে, তা নিশ্চিত নয়। ১৩ই জুন কলকাতা ও সংলগ্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকতে পারে। আর্দ্রতার পরিমাণ বাতাসে ৮৬ শতাংশ।

Latest Videos

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হলেও তাপমাত্রা ও অস্বস্তি খুব একটা কমবে না। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানের কিছু অংশে এখনও তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী দু'দিন আবহাওয়ায় বিশেষ পরিবর্তন দেখা যাবে না। ১৪ জুন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা শহরে। ১৫ জুন থেকে বৃষ্টি কমলেও আগের থেকে কম থাকবে তাপমাত্রা। তবে প্রবল বৃষ্টি পাবে উত্তরবঙ্গ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মঙ্গলবার তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়তে পারে।

আরও পড়ুন -

মঙ্গলবার বিকেলে ছায়া ঘনাবে আকাশে, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসে ভিজতে পারে এই জেলাগুলি'

দহন শেষে প্রাক বর্ষার বৃষ্টি বঙ্গে, সপ্তাহের প্রথম দিনেই ভিজবে উত্তর থেকে দক্ষিণের জেলাগুলি

ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল, রবিবার বিকেলে ব্যাহত মেট্রো পরিষেবা

Share this article
click me!

Latest Videos

‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়! পার্থ-অর্পিতাদের বিরুদ্ধে শুরু হলো চার্জ গঠনের প্রক্রিয়া!
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas