চলতি সপ্তাহেই বেশ কয়েকবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে রাজ্য জূড়ে। এবার ফের জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস।
আগামী সপ্তাহে ফের ভারী বৃষ্টি হতে পারে কলকাতায়। চলতি সপ্তাহেই বেশ কয়েকবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে রাজ্য জূড়ে। এবার ফের জেলায় জেলায় কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী বুধবারই কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। ওই দিন শহর জুড়ে কমলা সতর্কতা জারি করল আলিপুর। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
অন্যদিকে বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই আগামী সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার তাপপ্রবাহ হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বইতে পারে ঝোড়ো হাওয়াও। রবিবার রোদের তীব্রতা না থাকলেও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই শহরবাসীর। শনিবারও দেখা মেলেনি বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহতেও বেশ কিছুদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবারও সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। গত সপ্তাহে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তাতে কমেনি গরমের অস্বস্তি। অন্যদিকে আবহাওয়া দফতর বলেছে, এল নিনোর পরিস্থিতি থাকলেও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলে আশা করা যায়। কৃষি নির্ভর ভারতে বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ। চাষের জন্য ৫২ শতাংশ বৃষ্টির প্রয়োজন। এই দেশের মোট খাদ্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশই বৃষ্টির ওপর নির্ভরশীল। মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ভারতের খাদ্য নিরাপত্তা আর আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।
২১ মে, রবিবার সারাদিন আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ বিকেলের দিকে খানিকটা স্বস্তি দিয়ে বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার বিশেষ প্রভাব পড়েনি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। সারাদিনই আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির সম্ভাবনাও। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আগামী সপ্তাহতেও পরিস্থিতির বিশেষ বদল হবে না।
আরও পড়ুন -
ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা, রবিবাসরীয়র সন্ধ্যায় কি ভিজতে পারে শহর?
সপ্তাহান্তেও অব্যহত বৃষ্টি, শনিবার ভিজতে পারে কোন কোন জেলা? জানুন
শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? জানুন