আগামী সপ্তাহেই বঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস, কাঠফাটা গরমে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস

কালবৈশাখীর প্রভাবে গরমের জ্বালা থেকে খানিকটা মুক্তি পাওয়া যাবে বলেই আশা করছে আবহাওয়া অফিস।

গত কয়েকদিন ধরেই মুখভার আকাশের। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজও সকাল থেকেই মেঘলা আকাশ দেখছে শহরবাসী। এবছর মার্চ মাসেই রাজ্য থেকে বিদায় নিয়েছে বসন্তের মিঠে হাওয়া। কাঠফাটা গরমে পুরছে বঙ্গ। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে কালবৈশাখীর দিনক্ষণও। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে চৈত্র-বৈশাখ মাসের মাঝামাঝি হওয়া ঝড় আগামী সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে বাংলায়। পাশাপাশি একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই মেঘে ঢাকা শহরের আকাশ। তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হয়নি। বরং সামান্য বাড়ল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে খানিকটা স্বস্তি মিললেও বেলা বাড়তেই পরিস্থিতির বদল ঘটে। তবে কালবৈশাখীর প্রভাবে গরমের জ্বালা থেকে খানিকটা মুক্তি পাওয়া যাবে বলেই আশা করছে আবহাওয়া অফিস।

আজ ১১ মার্চ সকাল থেকেই মেঘে ঢাকল শহরের আকাশ। কলকাতা-সহ একাক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তবে তাপমাত্রায় এর বিশেষ প্রভাব পড়েনি। গতকালের তুলনায় সামান্য বেড়ে আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াসে । সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৬৮ শতাংশ। বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

Latest Videos

গতকাল, ১০ মার্চ শহরের সর্বনিম্ন তাপমামাত্রা হল ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ শতাংশ। ১০ মার্চ শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের সঙ্গে ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে শুক্রবার নাগাদ উল্লিথিক জেলাগুলি ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন - 

ভ্যাপসা গরম থেকে স্বস্তি, দুই বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কুণ্ডলী পাকানো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ, কলকাতার আনন্দপুরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড

রং-এর উৎসবে রেকর্ড পরিমাণ মদ বিক্রি, গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বাড়ল বিক্রির হার

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News