১ এপ্রিল থেকে বিরাট পরিবর্তন, ভাগ্য খুলছে সরকারি কর্মীদের, বেতন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published : Feb 10, 2025, 11:37 AM IST

রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএ বৃদ্ধি নিয়ে জল্পনার অবসান ঘটতে চলেছে। খবর, ১লা এপ্রিল থেকে দ্বিগুণ বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

PREV
110

রাজ্য সরকারি কর্মীরা বহুদিন ধরে আছেন খবরে। তাদের কত শতাংশ বেতন ডিএ বৃদ্ধি হবে তা নিয়ে জল্পনা কম হয়নি।

210

ডিএ নিয়ে বিভিন্ন রকম আলোচনা শোনা গেলেও শেষ পর্যন্ত নিশ্চিত কোনও খবর মেলেনি। যা নিয়ে এখনও অসন্তোষ কর্মীদের মধ্যে।

310

এই অসন্তোষের মাঝে মিলল বড় খবর। রাজ্য সরকারি কর্মীদের মন সন্তুষ্ট করতে বিচার সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। এমনই খবর সর্বত্র।

410

১ এপ্রিল থেকে বিরাট পরিবর্তন হতে চলেছে। পরিবর্তন হবে রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে দ্বিগুণ।

510

শোনা যাচ্ছে, ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা দ্বিগুণ বেতন পেতে চলেছেন। শীঘ্রই হবে ঘোষণা।

610

এদিকে সদ্য রাজ্য সরকারি কর্মচারীদের কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখার্জির বিশেষ মন্তব্য করেন এই নিয়ে। কেন্দ্র ও রাজ্যের বেতনের ফারাকের কথা উল্লেখ করেন।

710

তিনি বলেন, যদি কোনও রাজ্য সরকারি কর্মচারীর মূল বেতন ৬০ হাজার টাকা হয় তাহলে মোট কত টাকা পান তারা? জানান, ডিএ (মহার্ঘ্য ভাতা)- মূল বেতনের ১০ শতাংশ যা ৬০০০ টাকার । বাড়ি ভাড়া ভাতা (HRA)- মূল বেতনের ১২ শতাংশ যা ৭২০০ টাকা। মোট পাবে ৭৩,২০০ টাকা।

810

তেমনই কেন্দ্রীয় কর্মীদের বেতন যদি ৬০ হাজার হয় তাহলে তাদের ডিএ (মহার্ঘ্য ভাতা)- মূল বেতনের ৩০ শতাংশ যা ৩০,০০০ টাকার

910

বাড়ি ভাড়া ভাতা (HRA)- মূল বেতনের ২৭ শতাংশ যা ১৬,২০০ টাকা। পরিবহন ভাড়া ৪,৮০০ টাকা। মোট বেতন হবে ১,১১,০০০ টাকা।

1010

সে যাই হোক, শীঘ্রই দ্বিগুণ বেতন বৃদ্ধই হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। এমনই খবর সর্বত্র।

click me!

Recommended Stories