মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি পাচ্ছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই ভাতা পেয়ে থাকেন, যা জাতিভেদে ১০০০ থেকে ১২০০ টাকা। ২০২৬ সালের নির্বাচনের আগে এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক নয়া প্রকল্প চালু করেছে। রাজ্যবাসীদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে।
210
রাজ্য সরকার পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য এনেছে প্রকল্প। এই তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী-র মতো প্রকল্প।
310
মমতা সরকারের নানান প্রকল্পের মধ্যে সব থেকে খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়েছে।
410
লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা।
510
বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
610
এবার এক ধাক্কায় বাড়ছে এই ভাতা। দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার। এমনই খবর সর্বত্র।
710
লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ছে মার্চ থেকেই। এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে ২১০০ টাকা।
810
২০২৬ সালে নির্বাচন। এই নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার।
910
জানানো হয়েছে, বাড়বে ভাতা। অনেকে বলছেন সাধারণ জাতির মহিলাদের ১৫০০ টাকা হবে। আর তপশিলিদের হবে ১৭০০ টাকা।
1010
তেমনই অনেকেই দাবি করছেন লক্ষ্মীর ভাণ্ডার হবে ২১০০ টাকা। তবে, ভাতার অঙ্ক যাই হোক শীঘ্রই বাড়ছে ভাতা।