Weather Update: রবিতে দুই বঙ্গে অব্যহত বৃষ্টি, সোমবার থেকে দক্ষিণে বাড়তে পারে তাপমাত্রা, জানুন আজকে কেমন থাকবে আবহাওয়া

সোমবার থেকেই বড় বদল হবে দক্ষিণের আবহাওয়ায়। তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

রবিবার সকাল থেকেই মেঘলা শহরের আকাশ।চ ছুটির দিনেও দিনভর বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। অন্যদিকে টানা বৃষ্টির জেরে এক ধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রা। জুলাই মাসের শুরু থেকেই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রবিবারও বাংলার আবহাওয়া বিশেষ পরিবর্তন দেখা যাবে না। তবে সোমবার থেকে বদল দেখা দেবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু রাজ্যে অব্যহতি বৃষ্টির। বাড়তে পারে তাপমাত্রাও। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আরও বাড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতাও। আগামী ২৪ ঘন্টা ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। তবে সোমবার থেকেই বড় বদল হবে দক্ষিণের আবহাওয়ায়। তাপমাত্রার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা উত্তরবঙ্গে।

২ জুলাই ২০২৩, রবিবারও দিনভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকলেও মৌসম ভবন বলছে আগামী সপ্তাহেও অব্যহত থাকবে বৃষ্টি। রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমানও। বজ্রপাতের সম্ভাবনা থাকছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৯২ শতাংশ। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী কয়েকদিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলায়। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আগামী দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার থেকে তাপমাত্রা বাড়লেও আংশিক মেঘলা থাকাবে কলকাতার আকাশ। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।

Latest Videos

জুলাইয়ের প্রথম সপ্তাহেও উত্তরবঙ্গে প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি রয়েছে। জলপাইগুড়ি জেলায় শনিবারও ভারী থেকে অতি ভারী (৭-২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, প্রত্যেক জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও আগামী সপ্তাহে একটানা বৃষ্টিপাত জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে শনিবারের পর রবিবারেও বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার বেলা বাড়লে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত একটানা চলতে পারে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) হতে পারে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: ভারতবর্ষকে চরম অপমান মমতার, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর
'মুসলমানরা আমার দোকান-বাড়ি সব শেষ করে দিয়েছে', শুনুন মোথাবাড়ির এক বাসিন্দার ভয়াবহ অভিজ্ঞতার কথা
Bhangar News: গণতন্ত্র শেষ! পুলিশের সামনেই লাঠি-বাঁশ দিয়ে সাংবাদিকদের মারধর, ঘটনায় ফুঁসছে সংবাদমহল
‘বিরোধীরা গোপন মিটিং করছে যা শুনলে গায়ে কাঁটা দেবে!’ চাঞ্চল্যকর দাবি Mithun Chakraborty-র
‘London-এ RG Kar নিয়ে প্রশ্ন উঠতেই পিছিয়ে গেলেন Mamata Banerjee’ কটাক্ষ Adhir Ranjan Chowdhury-র