Weather Update: একাধিক রাজ্যে বাড়তে পারে বৃষ্টির পরিমান, উত্তর থেকে দক্ষিণে জেনে নিন আবহাওয়ার আপডেট
বৃহস্পতিবারও সকাল থেকেই মেঘলা আকাশের অবস্থা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। গতকাল থেকেই বৃষ্টির পরিমান বাড়বে বলে সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া? দেখে নেওয়া যাক।
বৃহস্পতিবারও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বাড়তে পারে বৃষ্টির পরিমানও। বজ্রপাতের সম্ভাবনাও থাকছে।
বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেও জানানো হয়েছিল। তালিকায় থাকছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলির নামও।
বৃষ্টির পরিমান বাড়লেও টানা বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রায় বিশেষ প্রভাব পড়বে না বলেই জানা যাচ্ছে। তবে অব্যহত থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি।
২৭ জুলাই, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
দক্ষিণে বৃষ্টির পরিমান বাড়লেও উত্তরে আগের তুলনায় কমবে বৃষ্টির পরিমাণ।হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হতে পারে। শুধু তাই নয় গভীর নিম্নচাপ ক্ষেত্র খুব তাড়াতাড়ি নিম্নচাপে পরিণত হবে বলেও জানা যাচ্ছে।
দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ এরপর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল বরাবর এগিয়ে আসবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে একটানা রবিবার পর্যন্ত।