রবিবারও ভোর থেকেই মেঘলা আকাশ। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। থাকছে বজ্রপাতের সম্ভাবনাও।
আগামী সপ্তাহতেও চলবে বৃষ্টি। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এবছর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ৫০ শতাংশের বেশি ঘাটতি রয়েছে বৃষ্টির। আগামী সপ্তাহে বৃষ্টির পরিমাণ আরও কমে যাওয়ায় ঘাটতি পূরণ হওয়ার বিশেষ সম্ভাবনাও নেই। ফলে প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের কৃষিকাজে।
সোমবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
লাগাতার বৃষ্টিতে অনেকটাই কমেছে শহরের তাপমাত্রা। তবে বাতাসে জলীয় বাষ্পের কারণে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান, ৮৯ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস নিম্নচাপের জেরে বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেরাগুলিতে। সপ্তাহের শেষে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আগামী তিন দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।