আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি সপ্তাহে কিছুটা উপরের দিকেই থাকবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহ থেকে ফের শীতের সম্ভাবনা বাংলায়।
রাজ্যজুড়ে শীতের আমেজের মাঝেই ফের বৃষ্টির চোখ রাঙানি। গত কয়েকদিনের তুলনায় সামান্য বাড়ল তাপমাত্রাও। নভেম্বর মাসের দ্বিতীয় দিনেই মুখভার আকাশের। ভোর থেকেই আংশিক মেঘলা আকাশ। হালকা কুয়াশার পাশাপাশি রয়েছে শিরশিরে ঠান্ডাও। তবে গত কয়েকদিনের তুলনায় ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। আগামীকালের মধ্যেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা শহরে। আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি সপ্তাহে কিছুটা উপরের দিকেই থাকবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহ থেকে ফের শীতের সম্ভাবনা বাংলায়। শুধু কলকাতা নয়, তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। তবে আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর।
আজকের আবহাওয়া
গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রার পারদ খনিকটা ঊর্ধ্বমূখী। ভোর থেকেই আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী রাজ্যের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলেই জানাল আবহাওয়া দফতর। ২ নভেম্বর শহরের সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। তাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮১ শতাংশ। তবে ভোর থেকেই কুয়াশায় ঢাকছে রাস্তাঘাট। অর্থাৎ, একেবারে অক্টোবরের শেষ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলরি সপ্তাহে মূল শুষ্ক আবহাওয়াই থাকবে পাহাড়ে। দার্জিলিং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উত্তরবঙ্গেও তাপমাত্রা একইরকম চলবে বলে জানানো হয়েছে।
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।