দু-তিন দিনের মধ্যেই পারদ পতনের সম্ভাবনা, কলকাতা-সহ দুই বঙ্গে বাড়বে শীতের আমেজ

ডিসেম্বরের শুরুর দিকে তাপমত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি গেলেও ফের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঊর্ধ্বমূখী হয় তাপমাত্রার পারদ। বড়দিনের আগে কনকনে ঠান্ডার সম্ভাবনাও নেই বলেই জানিয়েছিলেন আবহাওয়াবিরা। এরমধ্যেই আবার সুর বদলে শীতের আগমনী বার্তা দিল আলিপুর।

Web Desk - ANB | Published : Dec 15, 2022 1:04 PM IST

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহতেও দেখা নেই শীতের। কনকনে শীতের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। এবার আশার কথা শোনাল হাওয়া অফিস। আর কিছুদিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতা-সহ রাজ্যের জেলাগুলিতে। দুই বঙ্গেই আগামী দু-তিন দিনের মধ্যেই পারদ পতনের সম্ভাবনা বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। মাঝে বেশ কয়েকদিন তাপত্রা স্বাভাবিকের থেকে খানিকটা বেশি ছিল। সকাল দিকে শিড়শিড়ে ঠান্ডা থাকলেও বেলা বাড়তেই বাড়তে থাকে তাপমাত্রা। ডিসেম্বরের শুরুর দিকে তাপমত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি গেলেও ফের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঊর্ধ্বমূখী হয় তাপমাত্রার পারদ। বড়দিনের আগে কনকনে ঠান্ডার সম্ভাবনাও নেই বলেই জানিয়েছিলেন আবহাওয়াবিরা। এরমধ্যেই আবার সুর বদলে শীতের আগমনী বার্তা দিল আলিপুর।

আগামী দু-তিন দিনের মধ্যেই পারদ পতনের সম্ভাবনা রাজ্যজুড়ে। শীতের আমেজ বাড়বে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়। আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় তাপমাত্রা নেমে যেতে পারে ১৫-১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জেলাগুলিতে আরও কমবে তাপমাত্রা। আলিপুর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও কোথাও ১০ ডিগ্রিতেও নামতে পারে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের কিছু জেলা বাদ দিলে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যের কোথাওই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত পরিষ্কার থাকবে আকাশ।

Latest Videos

শুধু দক্ষিণবঙ্গে নয় শীতের প্রভাব বাড়বে উত্তর বঙ্গের জেলাগুলিতেও। যদিও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। নীচের দিকের তিন জেলায় তাপমাত্রা সামান্য কমতে পারে, তাছাড়া অন্যান্য জেলাগুলিতে বিশেষ প্রভাব পড়বে না বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিমে। ঠান্ডার পাশাপাশি দুই বঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার প্রভাবও। সকালের দুকে উত্তর বঙ্গে হালকা থেকে মাঝারি ও দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা দেখা দিতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন - 

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দেখা নেই শীতের, শহরে কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা?

'না ঘটলেই ভাল হত', শুভেন্দুর কম্বল বিলি অনুষ্ঠানে তিন জনের মৃত্যু প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ

শুভেন্দুর সভায় তুমুল বিশৃঙ্খলা, কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত তিন

Share this article
click me!

Latest Videos

Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল, পুলিশের সামনেই বিধায়কের সঙ্গে এ কী করলেন পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি?
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের