এই শীতসপ্তাহে আবারও কি হবে বৃষ্টি? গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

গত সপ্তাহে শীতের কাঁপুনি বাড়িয়েছিল ঝুপঝুপে বৃষ্টি। শীতের কামড় বেশ ভালই মালুম হচ্ছিল। তবে একদিন পরেই মেঘ কেটে গিয়ে রোদ ওঠে। এবার কি ফের বৃষ্টি হবে! কী বলছে হাওয়া অফিস।

 

Parna Sengupta | Published : Jan 20, 2024 1:47 PM
17

কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমেছে, বেড়েছে দিনের তাপমাত্রা। আগামী কয়েক দিন এরকমই থাকবে তাপমাত্রা। বুধবার আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। শনিবার সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা বা পরিস্কার আকাশ দেখা যায়। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭২ থেকে ৯৪ শতাংশ।

27

এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্তীসগড় পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। মহারাষ্ট্রে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বুধবার থেকে ফের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।

37

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার মেঘে ঢাকা থাকবে দুই বঙ্গ সহ কলকাতার আকাশ। সঙ্গী ঘন কুয়াশা। অর্থাত্‍ আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিশেষ কোনও হেরফেরের সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে। দেখা মিলতে পারে ঝলমলে রোদের।

47

ঘন কুয়াশার হলুদ সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান-সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। কোন কোন জায়গায় পরিষ্কার আকাশের সম্ভাবনা।

57

সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নীচে।‌ আগামী কয়েকদিনের সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা।

67

উত্তরবঙ্গে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার দাপট থাকবে। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট।

77

সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। আগামী দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। পরের দু-তিন দিন একই রকম তাপমাত্রা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos