
Mahavir Jayanti 2025: বৃহস্পতিবার রাজ্যে ফের সরকারি ছুটি থাকছে। বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের উদ্যোগে নবকার মহামন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি এই অনুষ্ঠানে সম্প্রীতি, ঐক্যের বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মহাবীর জয়ন্তী উপলক্ষে ১০ এপ্রিল রাজ্যে সরকারি ছুটি থাকছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঐক্য-সম্প্রীতি থাকলে একদিকে দেশ যেমন এগোবে, তেমনই মজবুত হবে অর্থনীতি। ছুটি ঘোষণা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সকল ধর্মের মানুষ যাতে উৎসব পালন করতে পারেন, সেটা দেখেই ছুটির ক্যালেন্ডার বানানো হয়।’ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার তোষণের রাজনীতির অভিযোগ আনে বিরোধী দলগুলি। সেই অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন, সবার পাশে আছে রাজ্য সরকার।
সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন, 'বাংলায় দুর্গাপুজো থেকে ইদ, মহাবীর জয়ন্তী থেকে বড়দিন, সব ধর্মের উৎসব যথাযথ মর্যাদায় পালিত হয়। আমায় গুলি করে মারলেও ঐক্যের পথ থেকে সরে আসব না। এটাই আসলে বাংলার শক্তি। যেখানে মনুষ্যত্বের পরিচয়টাই সবচেয়ে বড়। ধর্ম দিয়ে মানুষের বিচার করা যায় না।'
জৈনধর্মের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, তিনি ছেলেবেলা থেকে বহু বইয়ের পাতায় নানান জৈন মন্দির সম্পর্কে পড়েছেন। তিনি একাধিকবার পরেশনাথ মন্দিরেও গিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ওয়াকফ আইন নিয়ে মুসলিমদের বার্তা মুখ্যমন্ত্রী
ওয়াকফ আইন নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখা গিয়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে। আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।