মানবিক মমতা! ক্যানসার আক্রান্ত প্রাক্তন বাম মন্ত্রীর চিকিৎসায় উদ্যোগী মুখ্যমন্ত্রী

প্রাক্তন বাম মন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে, আবার তৃণমূল নেত্রীর মানবিক মুখ দেখল রাজ্যবাসী।

প্রাক্তন বাম মন্ত্রীর পাশে এসে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে, আবার তৃণমূল নেত্রীর মানবিক মুখ দেখল রাজ্যবাসী।

ক্যানসার আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। এবার তাঁর চিকিৎসার জন্য বিশেষভাবে উদ্যোগী হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোট সাতবারের আরএসপি বিধায়ক ছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরেই ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন।

Latest Videos

আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। কিন্তু বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা বিপুল ব্যয়সাপেক্ষ একটি বিষয়। যা প্রাক্তন মন্ত্রীর পরিবার এবং তাঁর দলের পক্ষে চালানো ভীষণভাবেই কঠিন হয়ে পড়ছিল। তাঁর দল আরএসপি এবং পরিবারের সদস্যরা চাইছিলেন, যাতে সরকারি কোনও হাসপাতালে ভর্তি করিয়ে বিশ্বনাথবাবুর চিকিৎসা করানো যায়। কিন্তু কোনওভাবে তা করে উঠতে পারছিলেন না তারা।

সোমবার, রাতে মুখ্যমন্ত্রীর কাছে সেই খবর পৌঁছয়। আর মঙ্গলবার, সকাল থেকেই এই বিষয়ে সক্রিয় হন মুখ্যমন্ত্রী নিজে। প্রথমে তিনি এসএসকেএম-এর সুপারকে বলেন, প্রাক্তন মন্ত্রীকে যেন দ্রুত ঐ বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে এসে সোজা এসএসকেএমে ভর্তি করানো হয়। সেইমতোই এসএসকেএম-এর সুপার যোগাযোগ করেন সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তারপর সেই হাসপাতালের তরফ থেকে যোগাযোগ করা হয় বিশ্বনাথবাবুর দলীয় সহকর্মীদের সঙ্গে।

বলা হয়, মুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টি নিয়ে নিজে উদ্যোগী হয়েছেন। তারা যেন সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেন। এরপরই দলের তরফ থেকে বেসরকারি হাসপাতালে গিয়ে পৌঁছন অসুস্থ প্রাক্তন মন্ত্রীর সহকর্মীরা। তারা আশা করছেন যে, মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার মধ্যেই তাঁকে এসএসকেএমে ভর্তি করানো সম্ভব হবে।

উল্লেখ্য, ৩৪ বছরের বাম শাসনকাল থাকাকালীন প্রায় আড়াই দশক ধরে তিনি মন্ত্রিত্ব সামলেছেন। সেই ১৯৮৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কারা এবং সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন বিশ্বনাথ চৌধুরী। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে দেখতে গেলে তিনি এবং তাঁর দল সম্পূর্ণভাবেই মমতা এবং তৃণমূল (TMC) দলের বিপরীতে। কার্যত, ভিন্ন মেরুর বাসিন্দা তারা।

কিন্তু রাজনৈতিক লড়াইয়ের বাইরে এসে, ব্যক্তিস্তরে তৃণমূল সুপ্রিমো বরাবর প্রবীণ বাম নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন। এমনকি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর বাড়িতে গিয়ে তাঁর জন্মদিনে শ্রদ্ধাও জানাতে দেখা গেছে তাঁকে।

আর এবার বাম জমানার প্রাক্তন মন্ত্রীকে বেসরকারি হাসপাতাল থেকে রাজ্যের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসার উদ্যোগ নিলেন মমতা। এ যেন রাজনীতির পরিসরের বাইরে গিয়ে মানবিকতার জ্বলন্ত উদাহরণ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today