সূত্রের দাবি, সরকারি কর্মচারীদের মধ্যে যাঁরা এখনও কর্মরত, বকেয়া ডিএ–র ২৫ শতাংশ অর্থ তাঁদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে (জিপিএফ) জমা দেওয়া প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। কারণ, ওই বাড়তি টাকা সে ক্ষেত্রে কর্মচারীদের হাতে দিতে হবে না, সরকারের ঘরেই গচ্ছিত থাকবে।