শেষ পর্যন্ত খিদিরপুর মেট্রো স্টেশন তৈরিতে অনুমতি দিল রাজ্য। তবে, চাপানো হবে একাধিক শর্ত। জানা যাচ্ছে এমনটা।
210
সম্প্রতি জোকা- এসপ্ল্যানেড মেট্রো করিডরে মধ্যে প্রস্তাবিত খিদিরপুর স্টেশন তৈরিতে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্য সরকার জনি দিতে পাবে না বলে স্পষ্টভাবে জানায়।
310
এবার বদল হল সিদ্ধান্ত। কলকাতা পুননিগমের কমিশনার ধবল জোকা- এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প রূপায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড-এ বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি দেন।
সূত্রের খবর, খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির সময় আলিপুর বডিগার্ড লাইনের কোনও কাঠামো যেন ক্ষতিগ্রস্ত না হয়- সে কথা বলা হয়েছে।
510
বডিগার্ড লাইনের ভিতরে যে ধোবি লাইন আছে সেটা যেন কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে কথা বলা হয়েছে চিঠিতে। কাজ করার জন্য ওই ধোবি লাইনকে অন্যত্র স্থানান্তর করা যাবে। কাজ হয়ে গেলে তা পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে।
610
মেট্রো রেলের কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইনের ভিতরে অস্থায়ী ভাবে ১৭০২ বর্গ মিটার জায়গা দেওয়া হচ্ছে। তবে কাজ শেষ হলে তা ফিরিয়ে দিতে হবে।
710
যদি কোনও রকম খোঁড়াখড়ি করা হয় তাহলে তা মেরামত করে মসৃণ করে দিতে হবে। দেওয়া হয়েছে এই শর্তও।
810
খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির জন্য ৮৩৭ বর্গমিআর জায়গা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে সেখানে প্রশাসন কোনও সমস্যা করবে না।
910
তেমনই যেহেতু ডায়মন্ড হারবার রোডের ওপর এই মেট্রো তৈরি হচ্ছে তাই ওই রাস্তা আরও চওড়া করে দেওয়ার পাশাপাশি মেট্রোর কাজের জন্য নিকাশি পরিকাঠামো মেরামত করতে হবে।
1010
এমন একাধিক শর্তের কথা উল্লেখ আছে চিঠিতে। শেষ পর্যন্ত খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির অনুমতি দিয়ে এই সকল শর্ত রাখল রাজ্য সরকার।