Local Train Cancel: সপ্তাহান্তে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, একঝলকে দেখুন সম্পূর্ণ তালিকা

Published : Jun 27, 2025, 09:27 AM IST

Local Train Cancel News: সপ্তাহান্তে ফের যাত্রী ভোগান্তি। পাওয়ার ব্লকের কাজের জন্য বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন। কোন কোন রুটে বাতিল লোকাল? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
18
সপ্তাহান্তে বাতিল ট্রেন

রেলযাত্রীদের জন্য ফের দুঃসংবাদ। সপ্তাহের শেষে শিয়ালদহ শাখায় একাধিক রুটে বাতিল থাকছে বহু ট্রেন। কোন কোন রুটে বাতিল ট্রেন? রইল সম্পূর্ণ তালিকা। 

28
শিয়ালদহ শাখায় বাতিল ট্রেন

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজের জন্য শনিবার থেকে ১০ ঘন্টা শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

38
রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল ট্রেন

জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারফলে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। ঘুরিয়ে দেওয়া হবে ও সংক্ষিপ্ত করে দেওয়া হবে যাত্রাপথ। 

48
কোন কোন লাইনে কাজ হবে?

রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, শিয়ালদহ-দমদম জংশন শাখায় ৩ নম্বর ও ২৭ নম্বর ব্রিজে রিগার্ডারিংয়ের জন্য এই শাখায় আপ ও ডাউন সাবার্বান লাইনে ১০ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক হবে। তার জন্য বেশ কিছু ট্রেন বাতিল থাকবে।  

58
কোন সময় থেকে বাতিল ট্রেন?

রেল সূত্রে খবর, ২৮ জুন রাত ১০টা ১৫ মিনিট থেকে ২৯ জুন রবিবার সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত শিয়ালদহ ও দমদমের মধ্যে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

68
কোন কোন ট্রেন বাতিল

জানা  গিয়েছে, শিয়ালদহ-নৈহাটি আপ ও ডাউনের কিছু ট্রেন। শিয়ালদহ-রানাঘাট আপ ও ডাউনের কিছু ট্রেন। শিয়ালদহ-ব্যারাকপুর আপ ও ডাউনের কিছু ট্রেন। ও  শিয়ালদহ-বনগাঁও আপ ও ডাউনের কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

78
বাতিল শিয়ালদহ-বনগাঁ লোকাল

রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে বনগাঁ  রুটের গোবরডাঙা লোকাল, বারাসাত রুটের হাসনাবাদ লোকাল, ও শান্তিপুর, কৃষ্ণনগর, বারাসত, দত্তপুকুরের লাইনেও কিছু ট্রেনে নিয়ন্ত্রণ আনা হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। 

88
বিলম্বে চলবে মাতৃভূমি লোকালও

জানা গিয়েছে, পাওয়ার ব্লক ও ব্রিজ রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডাউন রানাঘাট শিয়ালদহ মাতৃভূমি লোকালও বিলম্বে চলবে। এছাড়াও রানাঘাট রুটেও ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories