নবান্নের দারুণ ঘোষণা! ২৫% DA বৃদ্ধির আগেই বেতন বৃদ্ধির সুখবর পেলেন রাজ্যের কর্মীরা

Published : May 22, 2025, 09:35 AM IST

সুপ্রিম কোর্ট শেষপর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারকে দ্রুত বকেয়া ২৫% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। ফলে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে। যদিও এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য সুখবর দিল নবান্ন।

PREV
114

২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের GDP-র প্রায় ৩৮ শতাংশে গিয়ে ঠেকতে পারে!

214

ফলে সুপ্রিম কোর্টের নির্দেশ ২৫% ডিএ দিতে গিয়ে রীতিমত বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে।

414

রাজ্যের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ২৫% ডিএ দিতে রাজ্য সরকারের খবর হবে প্রায় ১০ হাজার কোটি টাকা বা তারও বেশি টাকা।

514

এমনিতেই রাজ্যের (West Bengal) অর্থনীতিতে টালমাটাল অবস্থা। আর তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

614

বকেয়া DA নিয়ে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ যেন আগুনে ঘি ঢালার মতো।

714

যদিও ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার আগেই আরেকটা সুখবর দিল নবান্ন।

814

রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

914

আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের টাকা বাড়ছে?

1014

রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত কর্মীদের জন্য বিরাট ঘোষণা করেছে রাজ্য সরকার। মূলত সকলের দৈনিক মজুরি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।

1114

আর এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করেছে শ্রম দফতর। শ্রম দফতরের নির্দেশিকা ঘিরে বহু কর্মীর মধ্যে খুশির হাওয়া বইছে।

1214

রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার।

1314

শ্রম দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সকলের এক ধাক্কায় ২২ টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে।

1414

এই টাকা বৃদ্ধির ফলে যেসব অস্থায়ী গ্ৰুপ সি, গ্রুপ-ডি ও অন্যান্য শ্রমিক লাভবান হবেন।

Read more Photos on
click me!

Recommended Stories