Calcutta High Court: গ্ৰুপ 'সি'-গ্ৰুপ 'ডি' কর্মীদের ভাতা দেওয়ার বিরুদ্ধে আদালতে দায়ের মামলা, কবে শুনানি?

Published : May 21, 2025, 12:23 PM IST

SSC Jobless Group C-D News: গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা ২০১৬ সালের প্য়ানেলে নিযুক্ত বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। তাঁদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

PREV
110
চাকরিহারা অশিক্ষক কর্মীদের জন্য ভাতা

চাকরিহারা অশিক্ষক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করছে রাজ্য সরকার। কোর্টের পরবর্তী নির্দেশ আসা না পর্যন্ত এই ভাতা তারা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

210
নবান্নের তরফে ভাতার ঘোষণা

চলতি মে মাসের ১৪ তারিখ নবান্ন সভাগৃহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ এসএসসি-তে চাকরি হারানো গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' কর্মীদের জন্য যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন।

310
কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যনিত মিলবে ভাতা

যতদিন না পর্যন্ত আদালতের পরবর্তী রায় আসছে, ততদিন তাঁরা এই ভাতা পাবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করে এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ 'সি' ও 'ডি' কর্মীদের ভাতা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। 

410
রাজ্য সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে প্রকল্প

জানা গিয়েছে, লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করে এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ 'সি' ও 'ডি' কর্মীদের ভাতা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

510
কত টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ এসএসসি-তে চাকরি হারানো গ্রুপ 'সি' এবং গ্রুপ 'ডি' কর্মীদের যথাক্রমে ২৫ ও ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন। যদিও মুখ্যমন্ত্রীর এই ভাতা দেওয়ার সিদ্ধান্তের ঘোষণায় অসন্তুষ্ট হন চাকরিহারাদের একাংশ। 

610
আন্দোলনকারীদের মমতার বার্তা

বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খোলেন। সুপ্রিম কোর্টের রায়ে যে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকাদের চাকরি বাতিল হয়ে গিয়েছে, রাজ্য সরকার যে মানবিক ভাবে তাঁদের পাশে রয়েছেন এই বার্তা এর আগেও নেতাজি ইন্ডোরে শিক্ষকদের সঙ্গে বৈঠক থেকে তিনি জানিয়েছিলেন। এবার তিনি বলেন, ‘’প্রত্যোকটা আন্দোলনের একটা নির্দিষ্ট সীমা রয়েছে।''

710
ভাতা দেওয়ার বিরুদ্ধে মামলা

সূত্রের খবর, চাকরিহারা এসএসসি গ্ৰুপ 'সি' ও গ্ৰুপ 'ডি' কর্মীদের রাজ্য সরকারের ভাতা দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। বুধবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

810
বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ

পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের অধীনে একটি প্রকল্প তৈরি করে এসএসসি ২০১৬ প্যানেলে চাকরি হারানো গ্রুপ 'সি' ও 'ডি' কর্মীদের ভাতা দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। সেই ভাতা দেওয়ার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। 

910
রাজ্য সরকারের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ?

আইনজীবীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে 'অযোগ্য’দের মাসিক ভাতা দিচ্ছে রাজ্যে। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত সূত্রে খবর আজ তথা বুধবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

1010
রাজ্য সরকারের বক্তব্য

সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে 'অযোগ্য’দের মাসিক ভাতা দেওয়ার ব্যাপারে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে, সেই মামলার বিষয়ে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া  মেলেনি। 

Read more Photos on
click me!

Recommended Stories