১০০০-১২০০ অতীত! মমতার এই প্রকল্পে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২৫,০০০! বিরাট নির্দেশ মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প (Government Scheme) চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প নিয়ে সামনে আসছে নয়া আপডেট। মিলবে ২৫ হাজার টাকা! কীভাবে আবেদন করবেন?

Parna Sengupta | Published : Jan 15, 2025 10:30 AM
112

মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) রয়েছে, তেমনই ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সবুজ সাথী, তরুণের স্বপ্ন।

212

আবার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা দিয়েছে রাজ্য (Government of West Bengal)।

312

এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প নিয়ে সামনে আসছে নয়া আপডেট। জানা যাচ্ছে, ওই প্রকল্পে গ্রাহক সংখ্যা ১ কোটি ছুঁতে চায় নবান্ন।

412

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

512

চালু করেছেন বহু প্রকল্প। এমনই একটি স্কিম হল কন্যাশ্রী। ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৮৯ লক্ষ ছাত্রী এই বৃত্তি পেয়েছেন।

612

এবার সেই সংখ্যাটা যাতে ১ কোটি ছুঁতে পারে, সেই তোরজোড় শুরু করেছে রাজ্য প্রশাসন।

712

জানা যাচ্ছে, সম্প্রতি ‘স্টুডেন্ট উইক’এর সমাপ্তি অনুষ্ঠানে গিয়ে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এই ‘টার্গেট’ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

812

জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্যের ৮৯ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী (Kanyashree) বৃত্তি দিতে সরকারের খরচ হয়েছে ১৫,০০০ কোটি টাকা।

912

এবার ‘লক্ষ্য’, চলতি বছরের মধ্যেই আরও ১১ লক্ষ কন্যার কাছে এই স্কিমের সুবিধা পৌঁছে দিতে হবে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই মর্মে নির্দেশ আসতেই উদ্যোগী হয়েছে নবান্ন।

1012

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের অধীন মূলত ৩টি ভাগে টাকা পান স্কুলপড়ুয়া ছাত্রীরা। ১৩ থেকে ১৮ বছর বয়সি অবিবাহিতা পাঠরতা ছাত্রীদের বার্ষিক ১০০০ টাকা দেয় সরকার।

1112

১৮ বছর হয়ে যাওয়ার পর অবিবাহিতা উচ্চ মাধ্যমিক কিংবা কলেজে পাঠরতা ছাত্রীকে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয় রাজ্যের তরফে।

1212

এরপর স্নাতকোত্তর অথবা পেশাগত কোর্স করলে অবিবাহিতা ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সাহায্য করে রাজ্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos