পরপর দুটো ছুটি জলে গেল বাংলার সরকারি কর্মীদের! নবান্ন দিল হলিডে আপডেট

মকর সংক্রান্তিতে উৎসবের মেজাজে রয়েছেন সবাই। এরই মধ্যে নয়া হলিডে লিস্ট প্রকাশ করেছে নবান্ন। লিস্ট দেখে মাথায় হাত বাংলার সরকারি কর্মীদের। পরপর দুদিন ছুটি মাটি গিয়েছে তাদের! দেখে নিন তালিকা।

Parna Sengupta | Published : Jan 14, 2025 3:44 PM
117

জানুয়ারি মাসের শুরু থেকে বেশ কয়েকদিন ছুটি (Government Holiday) মিলেছে।

217

এদিকে ফেব্রুয়ারী মাসেও রয়েছে একাধিক ছুটি। চলতি মাসে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।

317

আগামী ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে ছুটি থাকবে ব্যাঙ্ক।

417

এনআই অ্যাক্ট, ১৮৮১ অনুযায়ী নতুন বছরে এ রাজ্যে ২৫ দিন ছুটি থাকছে। এ ছাড়াও থাকছে রাজ্য সরকারের ছুটি।

517

ছুটি রয়েছে ২৬শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ন্যাশনাল হলিডে। যদিও এই দিন পড়েছে রবিবার। অর্থাৎ জলে যাচ্ছে ছুটি।

617

জানিয়ে রাখি, ফেব্রুয়ারী মাসের শুরুতেই পড়েছে সরস্বতী পুজো (Saraswati Puja) আছে।

717

এবার সরস্বতী পুজো ২ ফেব্রুয়ারি (রবিবার)। রবিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি আছে। তাহলে মাটি হবে এই হলিডেও?

817

সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে।

917

আর এবার সরস্বতী পুজো রবিবারের পাশাপাশি সোমবারও রয়েছে। অর্থাৎ দু’দিন মিলিয়ে পড়েছে।

1017

জানিয়ে রাখি ২০২৫ সালে ৮টি ছুটির দিন পড়েছে রবিবার।

1117

২০২৫ সালে স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার।

1217

গতবার থেকে রামনবমীতেও ছুটি দিচ্ছে রাজ্য। আগামী বছর রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার।

1317

মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়ায় বাড়তি ছুটি মিলবে না সরকারি কর্মীদের।

1417

২০২৫ সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু দুর্গাপুজো। ২৮ সেপ্টেম্বর পড়েছে ষষ্ঠী। এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে পুজোর ছুটি।

1517

শোনা যাচ্ছে, পরের বারও চতুর্থীর দিন থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া যাবে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর শুরু ছুটি।

1617

এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর। সবমিলিয়ে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। ২৩ অক্টোবর ভাইফোঁটা।

1717

তবে কালীপুজো এবং ভাইফোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহের মতো ছুটি (Government Holiday) মিলতে পারে সরকারি কর্মীদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos