পরপর দুটো ছুটি জলে গেল বাংলার সরকারি কর্মীদের! নবান্ন দিল হলিডে আপডেট
মকর সংক্রান্তিতে উৎসবের মেজাজে রয়েছেন সবাই। এরই মধ্যে নয়া হলিডে লিস্ট প্রকাশ করেছে নবান্ন। লিস্ট দেখে মাথায় হাত বাংলার সরকারি কর্মীদের। পরপর দুদিন ছুটি মাটি গিয়েছে তাদের! দেখে নিন তালিকা।