খুব খারাপ খবর! হঠাৎ এই প্রকল্পে টাকা পুরো অর্ধেক করে দিল মমতা সরকার, জারি বিজ্ঞপ্তি

আচমকা খারাপ খবর বাংলার মানুষদের জন্য। একটি জনপ্রিয় প্রকল্পের ভাতার টাকা পুরো অর্ধেক কমিয়ে দিল মমতা সরকার। হঠাৎ এই খবরে মাথায় মানুষের। যারা এই প্রকল্পের সুবিধা পেতেন, তারা যে রীতিমত অসুবিধায় পড়বেন, তা বলাই বাহুল্য।

Parna Sengupta | Published : Jan 10, 2025 8:32 AM
111

রাজ্যের সকলের জন্যই কোনো না কোনো প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার (West Bengal Government)। যার মাধ্যমে রাজ্যে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

211

এবার এরকমই একটি জনপ্রিয় প্রকল্পের টাকা কমিয়ে অর্ধেক করে দিল সরকার!

311

সরকারি ভাড়ারে টান পড়েছে। তাই সেইদিক সামাল দিতেই এই সিদ্ধান্ত।

411

রাজ্য সরকারের চালু করা প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী (Swasthya Sathi)।

511

প্রথমে এই প্রকল্পে চিকিৎসার পর রোগীদের বাড়ি ফেরত যেতে ৬০০ টাকা করে পরিবহন ভাতা দেওয়া হত।

611

তারপর তা কমে হয় ৪০০। আর এবার এক ধাক্কায় তা অর্ধেক করল রাজ্য সরকার।

711

স্বাস্থ্যভবন থেকে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৬০০ বা ৪০০ নয়, এবার থেকে ২০০ টাকা করে ভাতা দেওয়া হবে রোগীদের।

811

স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর ৬০০ টাকা করে পরিবহন ভাতা পেতেন রোগীরা।

911

উল্লেখ্য, সেই সময় স্বাস্থ্যসাথী প্রকল্প একটি বেসরকারি সংস্থার মাধ্যমে চলত। আর রাজ্য সরকার তাদের প্রিমিয়াম দিত।

1011

এরপরই প্রকল্পের পরিবহন ভাতা বাবদ এতদিন দেওয়া ৬০০ টাকা থেকে ২০০ টাকা প্রশাসনিক খরচ হিসেবে কেটে নিয়ে ৪০০ টাকা করে দেয় রাজ্য সরকার। এবার তা কমে হল ২০০।

1111

অভিযোগ কলকাতা মেডিক্যাল কলেজে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবহন ভাতা নয়ছয়ের অভিযোগ ওঠে হাসপাতালেরই কিছু কর্মীদের বিরুদ্ধে। তারপরই নড়েচড়ে বসল স্বাস্থ্যভবন।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos