দানার দাপটে বানভাসি কলকাতা, কতক্ষণে জলযন্ত্রণা থেকে মুক্তি? বড় কথা বললেন ফিরহাদ হাকিম

আর মাত্র ৪ ঘণ্টা। যদি নতুন করে আর বৃষ্টি না হয় তাহলেই জল নেমে যাবে কলকাতা শহর থেকে। জানিয়েছেন মেয়র ফিরহাদ হকির। ৪৮৩টি বড় পাম্প চলছে বলেও জানিয়েছেন তিনি।

 

Saborni Mitra | Published : Oct 25, 2024 4:06 PM
110
দানার প্রভাব

দানার প্রভাবে শুক্রবার ভোররাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা ও পাশ্ববর্তী এলাকায়। তাতেই জমা জলে ব্যাহত জনজীবন।

210
দ্রুত জল নামবে

তবে কলকাতা পুরসভার মেয়র ফিরহার হাকিম আশ্বাস দিয়েছেন আর যদি বৃষ্টি না হয় তাহলে দ্রুত জল নেমে যাবে শহর থেকে।

310
চার ঘণ্টায় সাফ

ফিরহাদ হাকিম বলেছেন মাত্র ৪ ঘণ্টার মধ্যেই কলকাতা থেকে যাতে জমা জল নেমে যায় তার ব্যবস্থা করা হচ্ছে।

410
মেয়র বার্তা

দানার ঝড়ের প্রভাব অতটা শহর কলকাতার বুকে না থাকলেও বৃষ্টি এতোটাই বেশি হয়েছে যার ফলে অনেক জায়গায় জল জমে গিয়েছে। কিন্তু তার পরও চারশোর বেশি পাম্প চালিয়ে যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর কাজ করছে কলকাতা পুরসভা। আর যদি বৃষ্টি না হয় তাহলে আগামী চারঘন্টার মধ্যে শহর কলকাতার বুকে কোথাও জল থাকবে না।

510
আলো বন্ধ

কালীপুজোর জন্য ইতিমধ্যেই অনেক জায়গায় আলোর রোশনাই দেখা যাচ্ছে, কিন্তু আজ থেকে সব বন্ধ থাকছে। যতদিন না পর্যন্ত একেবারেই শুকনো হবে ততদিন পর্যন্ত সব বিদ্যুতের রোশনাই বন্ধ থাকছে।

610
বৃষ্টি কতটা

ডানার দাপটে ঝড় হয়নি কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বালিগঞ্জ এলাকায় ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মোমিনপুর ১০৪ চেতলায় ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চারিদিকে ব্যাপক জল হয়েছে।

710
পুরসভার ক্ষমতা

ঘণ্টায় ২০ মিলিমিটার জল কলকাতা পৌরসভা নামাতে পারে। এর থেকে বেশি হলে ৩-৪ ঘন্টা লাগে। ঠনঠনিয়া আজ নয় ৫০ বছর ধরে জল জমে। তবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

810
লকগেট আটকে জল

ফিরহাদ বলেছেন আমরা লক গেট খুলতে পারিনি লো টাইড এ বিপদ সীমার উপর জল ছিল। এসএসকেএম হাসপাতালেও জল জমে রয়েছে। পাম্পিং এর মধ্যে নামানোর ব্যবস্থা করেছি। এখন জল নেই। নতুন করে বৃষ্টি না হলে তিন ঘণ্টার মধ্যে জল নেমে যাবে। এখন লক গেট খুলে দেওয়া হয়েছে

910
পাম্প চলছে

৪৮৩ টি বড় ক্যাপাসিটির পাম্প চলছে। ৮৭ টি পাম্পিং স্টেশনে কাজ হয়েছে। একটিও গাছ পড়েনি। বর্ষার আগে আমরা ল্যাম্প পোস্ট অডিট করি তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়নি। দাবি মেয়রের।

1010
জরুরি ব্যবস্থা

শকিং মেশিন দিয়ে জল নামানোর ব্যবস্থা করছি। ১৪ লক্ষ টন পলি গুলো ডিসেনন্টিং করে বার করা হয়েছে।

বালিগঞ্জ পাম্পিং স্টেশন চালানো যয়নি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos