এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি, স্কুল খুলবে কবে? নয়া বিজ্ঞপ্তি দিয়ে তারিখ জানাল নবান্ন

Published : Apr 12, 2025, 08:37 AM IST

চৈত্রের গরমে স্কুলগুলিতে চলছে পড়াশোনা। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের। তবে গতবছরের মত এবছরেও আগেভাগেই এসেছে ছুটির খবর। সম্প্রতি গরমের ছুটি (Summer Holiday) নিয়ে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট কতদিনের ছুটি থাকবে গরমে?

PREV
110

চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে কলকাতা থেকে জেলা। খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

210

এদিকে এই কাঠফাটা গরমেও স্কুলগুলিতে চলছে পঠনপাঠন। কচিকাচাদের স্বাস্থ্য নিয়ে চিন্তার শেষ নেই অভিভাবকদের।

310

কিন্তু এবার এই চিন্তার দিন শেষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে।

410

যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি তবে এবছর ১২ই মে থেকে ১১ দিন গরমের ছুটি থাকার কথা ছিল।

510

চৈত্র মাসেই যে হারে গরম পড়েছে আর একটু বেলা বাড়লেই রোদের তাপ বাড়ছে তাতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে।

610

তাহলে কবে থেকে পড়ছে ছুটি? স্কুল খুলছেই বা কবে? নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।

710

নবান্ন বলেছে আগামী ৩০ শে এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে ছুটি শুরু হবে। অবশ্য এর আগেও একাধিক ছুটি রয়েছে, গত ১০ই এপ্রিল মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি ছিল। এরপর আগামী ১৪ ও ১৫ই এপ্রিল পয়লা বৈশাখের ছুটি থাকবে।

810

গতবছরও ছুটির আগেভাগে ঘোষণা করা হয়েছিল। তবে গরম থাকার জেরে ছুটি বর্ধিত করা হয়েছিল।

910

গরমের ছুটি একদিকে যেমন ভালো তেমনি অন্যদিকে চিন্তার। কারণ এতে একদিকে যেমন সিলেবাস শেষ করা হয়ে ওঠে না। তবে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত।

1010

শুরুর তারিখ সম্পকে জানালেও কবে ছুটি শেষ হবে সেটা আলাদা করে উল্লেখ করা হয়নি।

click me!

Recommended Stories